মাঝারি লক্ষ্যে খেলতে নেমে টিম ওয়ার্ড মাত্র ১ রান করেই আউট হন। ৮ রান করে ফেরেন মাইকেল ওয়েন। যদিও তৃতীয় উইকেট জুটিতে ৯৮ রান যোগ করেন বিউ ওয়েবস্টার ও বেন ম্যাকডারমট। এই জুটিতেই ম্যাচে ফেরে তারা। ওয়েবস্টার ৪৩ বলে ৫১ রানের ইনিংস খেলেন। ম্যাকডারমটও হাফ সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি।
তিনি ৩৬ বলে ৫৯ রান করে ফেরেন। শেষদিকে বেশ কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে হারিকেন্স। শেষ ৬ বলে দলটির দরকার ছিল ৬ রান। এই রানও নিতে পারেনি হারিকেন্স। শেষ বলে সিঙ্গেল নেন রিশাদ। এর ফলে ৩ রানে ম্যাচ হারে হারিকেন্স। হিটের হয়ে ৩টি উইকেট নিয়েছেন জাভিয়ের বার্টলেট। দুটি উইকেট নেন ম্যাথিউ কুনেমান। আর একটি করে উইকেট নিয়েছেন মাইকেল নেসার, মার্নাস লাবুশেন ও জামান খান।
রিশাদের প্রথম শিকার ছিলেন দারুণ খেলতে থাকা ম্যাট রেনশ। ২৫ বলে ৩৭ রান করা এই ব্যাটার রিশালদের বলে ব্যাকফুটে খেলতে গিয়ে এক্সট্রা কাভারে ক্যাচ দেন বেন ম্যাকডারমটকে। নিজের শেষ ওভারে মার্নাস লাবুশেনকে আউট করেন রিশাদ। এই লেগ স্পিনারের বল পুল করতে গিয়ে লং অনে ধরা পড়েছেন ৬ বলে ৫ রান করা এই ব্যাটার।
হারিকেন্স টসে জিতে আগে ব্যাটিংয়ে পাঠায় হিটকে। ওপেনিং জুটিতে ১৮ রানের বেশি করতে পারেনি দলটি। ৬ রান করে আউট হয়েছেন জ্যাক ওয়াইল্ডারমুথ। আরেক ওপেনার উসমান খাওয়াজা ফেরেন ১৮ বলে ১৯ রান করে। ন্যাথান ম্যাক সুয়েনি সর্বোচ্চ ৪৯ রান করে। এর বাইরে ম্যাক্স ব্রায়ান্ট করেন ২১ রান।
নিচের দিকের আর কোনো ব্যাটার দাঁড়াতে না পারলে মাঝারি পুঁজি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় হিটকে। রিশাদের ২ উইকেট বাদেও ৩টি উইকেট নেন রাইলি মেরিডিথ। ন্যাথান এলিসও নেন দুটি উইকেট। বাকি একটি উইকেট পেয়েছেন বিউ ওয়েবস্টার।