রিশাদের ২ উইকেট, রেনেগেডসকে হারালো হোবার্ট

বিগ ব্যাশ
উইকেট উদযাপনে রিশাদ হোসেন
উইকেট উদযাপনে রিশাদ হোসেন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
হোবার্ট হারিকেন্সের হয়ে আগের ম্যাচেই ৩ উইকেট নিয়ে পার্থ স্কর্চার্সকে ধসিয়ে দিয়েছিলেন রিশাদ হোসেন। এবার মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষেও ২ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। তার এই ঘূর্ণিতেই আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬২ রানের বেশি করতে পারেনি রেনেগেডস।

এদিন মোহাম্মদ রিজওয়ানকে মাত্র ১৪ রানে ফেরান রিশাদ। এরপর তিনি উইকেট নিয়েছেন জেক ফ্রেজার ম্যাকগার্কের। টসে হেরে ব্যাট করতে নেমে রেনেগেডস ওপেনিং জুটিতে ৩৮ রান তোলে।

দুই ওপেনার জস ব্রাউন ও টিম সেইফার্ট দুজনই ২৬ রান করে করেছেন। শেষদিকে অলিভার পিকের ২২ বলে ২৯ ও উইল সাদারল্যান্ডের ১৭ রানে ভর করে দেড়শ পাড় করে রেনেগেটস।

শেষদিকে দলটির রান বাড়িয়েছেন গুরিন্দার সান্ধু। তিনি ১৩ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। হোবার্ট হারিকেন্সের হয়ে রিশাদ ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাথান এলিস। একটি করে উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান, রাইলি মেরিডিথ ও মিচেল ওয়েন।

মাঝারি লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় হোবার্ট। দলটির হয়ে সর্বোচ্চ ২০ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ম্যাথু ওয়েড। এর বাইরে ২৬ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন টিক ওয়ার্ড।

তাদের ব্যাটে ভর করে ১ ওভার হাতে রেখেই জয় পেয়েছে হোবার্ট। মেলবোর্নের হয়ে ৩টি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। একটি করে উইকেট নিয়েছেন সান্ধু, অ্যান্ড্রু টাই ও হাসান খান।

আরো পড়ুন: