লিগ পর্বের শেষ ম্যাচে সহজ জয়ের সুযোগ ছিল হোবার্টের। তবে ব্রিসবেনের বিপক্ষে জামান খানের এক ওভারে ৬ রান নিতে পারেনি তারা। সবার আগে প্লে অফ নিশ্চিত করলেও সেরা দুইয়ে থাকতে পারেনি এলিসের দল। সেই ম্যাচে জিততে পারলে কোয়ালিফায়ার খেলার সুযোগ থাকতো তাদের। হারের পাশাপাশি চোট নিয়ে দুঃসবাদ পেতে হয়েছে হোবার্ট।
বল হাতে পুরো আসরে জুুড়ে দুর্দান্ত ছন্দে থাকা এলিস চোটে পড়েছেন সেই ম্যাচে। অধিনায়কের চোট কতটা গুরুতর এবং কী ধরনের চোটে পড়েছেন তা এখনো নিশ্চিত হয়। স্টার্সের বিপক্ষে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে হোবার্ট। কিন্তু ম্যাচটি জিতে তারা জিতে যায় কিংবা বৃষ্টির কারণে বাতিল হয় তাহলে চ্যালেঞ্জার্স ফাইনালে সুযোগ আছে তাদের।
নক আউটের ফাইনাল পেরিয়ে যেতে পারলে চ্যালেঞ্জার্স ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে পার্থ স্কচার্স ও সিডনি সিক্সার্সের যেকোন একটি দল। এদিকে হোবার্টের হয়ে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নেয়া এলিসকে পরবর্তী ম্যাচগুলোতে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট। টানা ম্যাচ খেলার পাশাপাশি হালকা চোট থাকায় পাকিস্তান সফরের অস্ট্রেলিয়া দলে রাখা হয়নি এলিসকে।
হোবার্টের হয়ে বিগ ব্যাশ মাতাচ্ছেন রিশাদ হোসেন। বাংলাদেশের তরুণ লেগ স্পিনার এখনো পর্যন্ত ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। হোবার্টে তাঁর চেয়ে বেশি উইকেট আছে কেবল এলিসের। মিতব্যয়ী বোলিংয়ে দলের জয়ে নিয়মিত অবদান রাখা রিশাদ নক আউটের ফাইনালেও জ্বলে উঠতে চাইবেন।