আইসিসি র্যাঙ্কিংয়ে সৌম্য-নাসুমের লম্বা লাফ, পেছালেন লিটন-মুস্তাফিজ
বুধবার হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সিরিজে দারুণ ব্যাটিং করে আইসিসি র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছেন সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটার ৩ ম্যাচে ১৪০ রান করেছেন। তাতেই ৬২ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।