মিরপুরে অবসর নিতে চেয়েছিলাম, ঢাকার কোচ রাজি হয়নি: শামসুর
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চলাকালীন এমনিতেও মাঠে খুব বেশি দর্শকের আনাগোনা দেখা যায় না। স্টেডিয়ামে খেলা হচ্ছে, পাশ দিয়ে মানুষ হেঁটেও যাচ্ছে— তবুও অনেকে জানেন না ম্যাচের কথা। সিলেট ও বরিশালের শেষ রাউন্ডের ম্যাচে রাজশাহীর বিভাগে স্টেডিয়ামে খুব বেশি মানুষ হওয়ার কথাও ছিল না। দু-চার জন এলেও বলার মতো কোন সংখ্যা ছিল না। স্বাভাবিকভাবেই উৎসবমুখর কোন পরিবেশ ছিল না। অথচ ম্যাচটাকে ঘিরে বাড়তি উন্মাদনা থাকতে পারতো, বিসিবিও বড় পরিসরে নানান রকম আয়োজন করতে পারতো। কয়েক সপ্তাহ আগেই বিদায় বলেছেন শামসুর রহমান শুভ।