বিপিএল নিলামে ‘এ’ ক্যাটাগরিতে লিটন, ‘বি’ ক্যাটাগরিতে মুশফিক-মাহমুদউল্লাহ
বিপিএল নিলামের জন্য ৫০০ জনের বেশি নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গায় পেয়েছেন ২৫০ বিদেশি ক্রিকেটার। তবে স্থানীয় কতজন ক্রিকেটার নিবন্ধন করেছেন সেটা জানা যায়নি। তবে সূত্রের খবর ৩০ নভেম্বর হতে যাওয়া বিপিএল নিলামে ৫০ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘এ’ ক্যাটাগরিতে আছেন লিটন কুমার দাস ও নাইম শেখ। দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ‘এ’ ক্যাটাগরিতে জায়গা হয়নি। তারা দুজনই ‘বি’ ক্যাটাগরিতে আছেন।