প্রথমবার বিপিএল খেলতে আসতে পারেন উইলিয়ামসন

ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসতে পারেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের সঙ্গে আলোচনা করছে রাজশাহী ওয়ারিয়র্স। উইলিয়ামসনের সঙ্গে আলোচনার বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র।

সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টিতে ডারবান ‍সুপার জায়ান্টসের হয়ে খেলছেন উইলিয়ামসন। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে এখনো পর্যন্ত ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। ৭ ম্যাচ খেলে ১২০.২৭ স্ট্রাইক রেট ও ২২ গড়ে ১১০ রান করেছেন তিনি। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন এমআই কেপ টাউনের বিপক্ষে। ব্যাট হাতে ছন্দে না থাকলেও উইলিয়ামসনকে আনার চেষ্টা করছে রাজশাহী।

জানা গেছে, প্রথম কোয়ালিফায়ার থেকেই নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ককে পেতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। যদিও উইলিয়ামসনের বিপিএল খেলতে আসা নির্ভর করছে ডারবানের সুপার ফোরে ওঠা কিংবা না ওঠার উপর। এসএ টোয়েন্টিতে ১০ খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে জয় পেয়েছে তারা। ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে ডারবান।

যার ফলে এখনো প্লে অফে ওঠার সুযোগ আছে তাদের সামনে। যদিও ফ্র্যাঞ্চাইজিটির প্লে অফে ওঠা নির্ভর করছে জোবার্গ সুপার কিংস ও পার্ল রয়্যালস ম্যাচের ফলাফলের উপর। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে সেরা চার নিশ্চিত করেছে পার্ল। বিপরীতে পাঁচে থাকা জোবার্গের পয়েন্ট ১৭। এমন অবস্থায় পার্লকে হারাতে পারলে ডারবানকে পেছনে ফেলে সেরা চারে থাকার সুযোগ আছে।

এসএ টোয়েন্টিতে একটি ম্যাচ জয়ের জন্য দলগুলো ৪ পয়েন্ট পেয়ে থাকে। জোবার্গ জিততে পারলে তখন তাদের পয়েন্ট হবে ২১। তবে যদি জোবার্গ জিততে না পারে তখন ১৯ পয়েন্ট নিয়ে এলিমিনেটর খেলবে ডারবান। সেক্ষেত্রে তাদের ম্যাচ থাকবে ২২ জানুয়ারি। তখন উইলিয়ামসনের আসার সম্ভাবনা ক্ষীণ। তবে যদি ডারবান সেরা চারে না যেতে পারে তখন কোয়ালিফায়ার থেকেই পাওয়া যেতে পারে তাকে।

বিপিএলের নক আউট পর্ব শুরুর আগে বিদেশি তারকা আনতে ব্যস্ত সময় পার করছে সিলেট টাইটান্সও। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে বিপিএল খেলতে ঢাকায় এসেছেন ক্রিস ওকস। দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন স্যাম বিলিংসও। পাশাপাশি ফিল সল্টের সঙ্গে আলোচনা এগিয়ে রেখেছে তারা। বনিবনা বলে সিলেটের হয়ে বিপিএলে দেখা যেতে পারে ইংলিশ ওপেনারকে।

আরো পড়ুন: