ক্রিকেটারদের ৭৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করল সিলেট

বিপিএল
সিলেট টাইটান্স
সিলেট টাইটান্স
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিপিএলের এবারের আসরের অন্যতম সফল দল সিলেট টাইটান্স। প্রথমবারের মতো বিপিএলে নাম লিখিয়েই প্লে অফে জায়গা করে নিয়েছে তারা। বিপিএলে বরাবরই আলোচনায় থাকে ক্রিকেটারদের পারিশ্রমিক। অনেক ফ্র্যাঞ্চাইজি বিপিএল শেষ হয়ে গেলেও সেই পারিশ্রমিক পান না।

এমন অনেক ক্রিকেটারই আছেন যারা বিপিএলের গত আসরের পারিশ্রমিক পাননি। এদিক নিয়ে বেশ ইতিবাচক উদাহরণ তৈরি করেছে সিলেট টাইটান্স। তারা এরই মধ্যে স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিকের ৭৫ শতাংশ পরিশোধ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি এই বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জানায়, 'সিলেট টাইটান্স সংশ্লিষ্ট সকলকে জানাতে চাইছে যে, বিপিএল গভর্নিং বডির নির্দেশনা অনুযায়ী স্থানীয় সব খেলোয়াড়ের পারিশ্রমিকের ৭৫ শতাংশ যথাযথভাবে পরিশোধ করা হয়েছে।'

তারা আরও যোগ করেছে, 'ফ্র্যাঞ্চাইজিটি লিগের সব বিধি-বিধান সম্পূর্ণভাবে অনুসরণ করে চলেছে এবং খেলোয়াড়দের সঙ্গে সব ধরনের লেনদেনে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও পারস্পরিক সম্মানের সর্বোচ্চ মান বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।'

প্লে অফের আগে সিলেট টাইটান্স একাধিক চমক দিয়েছে। তারা দলে ভিড়িয়েছে ফিল সল্ট ও ক্রিস ওকসকে। এরই মধ্যে ওকস দলের সঙ্গে যোগ দিয়েছেন। এমনকি সিলেটের জার্সিতে অনুশীলনেও নেমে গেছেন।

আরো পড়ুন: