ফলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে দুই দল ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের। শনিবার রংপুর রাইডার্স ১১ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালসকে। আর তাতেই প্লে অফের টিকিট পায় তারকা বহুল দলটি। তাদের জয়ে বড় অবদান রাখেন পেসার নাহিদ রানা। এই পেস তারকা মাত্র ১১ রানে শিকার করেন ৩ উইকেট।
যদিও এমন ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন ৭৮ রানের ইনিংস খেলা ডেভিড মালান। তবে রংপুরের হয়ে এদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন নাহিদ। জানিয়েছেন বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই তার স্কিল থাকলে সেই আশাও একদিন পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন তরুণ এই পেসার।
সংবাদ সম্মেলনে নাহিদ নিজের পারফরম্যান্স নিয়ে বলেন, 'আসলে আগে থেকে অনুভব করা যায় না যে উইকেট পড়বে কি পড়বে না। আমি শুধু একটা জিনিস চেষ্টা করছিলাম যে কেমনে ভালো লাইন এন্ড লেন্থে বোলিং করা যায়, জাস্ট ওইটাই চেষ্টা করেছি।'
নাহিদের কাছে দলের সাফল্যই শেষ কথা। সেটা বাংলাদেশ হোক বা ফ্র্যাঞ্চাইজি দল। খেলার সুযোগ পেলেই নিজেকে উজার করে দেন তিনি। তাই কোনো ম্যাচে ব্যক্তিগত কোনো লক্ষ্য থাকে না। দলের প্রয়োজনে উইকেট, আবার দল চাইলে মিতব্যয়ী বোলিং করতে চান তিনি।
উদাহরণ টেনে নাহিদ বলেন, 'হতে পারে আমি প্রথম ৩ ওভারে ৩০ রান দিয়েছি, কিন্তু শেষ ওভারে গিয়ে ২টা উইকেট নিয়ে বা ২ রান দিয়ে ম্যাচ জেতাতে পারি। আমি যদি ৩ ওভারে ৪০ রানও দিই কিন্তু শেষ ওভারে ৭-৮ রান দরকার হলে আমি যদি ম্যাচ জেতাতে পারি, তাতেই আমি খুশি। কারণ আমি এখানে ব্যক্তিগত লক্ষ্য হিসেবে কোনো কিছু দেখি না।'
এরপর বিশ্বকাপ দলে না থাকা নিয়ে নাহিদ বলেন, 'এটা আমার হাতে নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার কাজ একটাই—ভালো পারফর্ম করা। আমি এটাই করে যাচ্ছি এবং আমি জানি যে আমার যেকোনো সময় সুযোগ আসবে এবং সুযোগ আসলে তখন আমি নিজেকে প্রমাণ করব। আমি এখন বিশ্বকাপ দলে নেই এটা নিয়ে কখনো চিন্তা করি না যে কেন নেই।'