
১৭ মে আবারো শুরু পিএসএল, ফাইনাল ২৫ মে
কয়েকদিনের অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তির খবর— ফিরছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি নিশ্চিত করেছেন, পিএসএলের দশম আসর পুনরায় মাঠে গড়াবে ১৭ মে থেকে।
কয়েকদিনের অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তির খবর— ফিরছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি নিশ্চিত করেছেন, পিএসএলের দশম আসর পুনরায় মাঠে গড়াবে ১৭ মে থেকে।
ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্বে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিরতির পর আবার কবে আইপিএল শুরু হবে তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। এবার জানা গেছে আইপিএলের বাকি অংশ শুরু হচ্ছে ১৭ মে থেকে। আর ফাইনাল হবে ৩ জুন।
যুদ্ধবিরতিতে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চালু করতে তোড়জোড় শুরু করেছে বিসিসিআই। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ১৬ মে মাঠে গড়াতে পারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। বিপরীতে একই পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। চলতি সপ্তাহের দিকে পিএসএল শুরু করতে নিজেদের কাজও এগিয়ে রাখছে তারা। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। সোমবার অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এমন দিনেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ভারতের এই সাবেক অধিনায়কের বিদায় নিয়ে এদিন কথা বলেছেন লিটন।
কাঁধের চোটের কারণে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে পারেননি জশ হ্যাজেলউড। পরের ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও অনিশ্চিত ছিলেন অস্ট্রেলিয়ার এই পেসার। ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধের জেরে আইপিএল স্থগিত হওয়ায় অস্ট্রেলিয়া ফিরে গেছেন তিনি। ধারণা করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠলেও হেজেলউডের আইপিএলে ফেরার সম্ভাবনা ক্ষীণ।
আইপিএল সাময়িকভাবে স্থগিত হলেও ছন্দপতন হয়নি গুজরাট টাইটান্সের। ঘরের মাঠ আহমেদাবাদে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি। টুর্নামেন্ট আবার কবে শুরু হবে— তা নিশ্চিত না হলেও প্রস্তুতিতে ফাঁক রাখছে না তারা।
ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্বে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এরই মধ্যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর বেশিরভাগ বিদেশি ক্রিকেটার দেশে ফিরে গেছেন। এর মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও। তারা যদি আবারও আইপিএলে না ফিরতে চান তবে তাদের সমর্থন দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। অন্যদিকে নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে কিউই ক্রিকেটারদের অনেকেও আইপিএলে আবার ফিরতে নাও পারেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চালু করতে তোড়জোড় শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্ট শুরু করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ধারণা করা হচ্ছে, রাওয়ালপিন্ডিতে হতে পারে পিএসএলের বাকি অংশ।
ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির পর আইপিএল শুরু করার জন্য তোরজোড় শুরু করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে আইপিএলের দশটি ফ্র্যাঞ্চাইজিই তাদের বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফদের দ্রুততম সময়ের মধ্যে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছে।
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণার পর ফের আইপিএল মাঠে ফেরাতে জোর প্রস্তুতি নিচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। শুক্রবার টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর আগামী ২ দিন, অর্থাৎ মঙ্গলবারের মধ্যে সব দলকে নিজ নিজ ভেন্যুতে রিপোর্ট করতে বলা হয়েছে। শুধু পাঞ্জাব কিংসকে এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে। কেননা তাদের জন্য নিরপেক্ষ ভেন্যু ঠিক করা হবে।
আইপিএলের ১৮তম আসর স্থগিত হওয়া নিয়ে নিজের মতামত জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। দেশজুড়ে যুদ্ধ পরিস্থিতির মধ্যে টুর্নামেন্ট স্থগিত করাকে সঠিক সিদ্ধান্ত বলেই মনে করেন তিনি। তার মতে, বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে, আর সেই বিবেচনায় এই সিদ্ধান্ত সময়োপযোগী।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রচেষ্টায় বিশেষ বিমানে করে রাওয়ালপিন্ডি ছাড়েন রিশাদ হোসেন-নাহিদ রানাসহ পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা।