বিপিএলে ভালো খেলে বিশ্বকাপে জায়গা করে নিতে চান সাইফউদ্দিন

বিপিএল
গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে মোহাম্মদ সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি
গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে মোহাম্মদ সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিপিএলের এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন। দলটিতে আছেন জাতীয় দলের এক ঝাঁক তারকা। সাইফ হাসানের সঙ্গে আছেন তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারির মতো ক্রিকেটাররা। দলটিতে ইমাদ ওয়াসিম, নাসির হোসেন ও দাসুন শানাকার মতো অলরাউন্ডারও আছেন।

ফলে একাদশে জায়গা পেতেও কঠিন লড়াই করতে হবে সাইফউদ্দিনকে। এই পেস বোলিং অলরাউন্ডার সর্বশেষ এশিয়া কাপে খেলেছেন। এরপর আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দুটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষেও খেলেছেন দুটি ম্যাচে। তবে কোনো ম্যাচেই নিজেকে আলাদাভাবে চেনাতে পারেননি সাইফউদ্দিন।

তিনি মনে করেন জাতীয় দলে জায়গা করে নেয়ার বড় মঞ্চ বিপিএল। বিশেষ করে বিপিএলের আসরে ভালো করলে দ্রুত জাতীয় দলে খেলার সুযোগ আসে। তাই এবারের বিপিএলে পারফর্ম করে আবারও জাতীয় দলে নিয়মিত হতে চান সাইফউদ্দিন। আপাতত বিশ্বকাপ দলে জায়গা করে নেয়াই তার মূল লক্ষ্য।

গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে সাইফউদ্দিন বলেন, 'প্রতিটা টুর্নামেন্ট শুরুর আগেই, যে দাম দিয়েই নেওয়া হোক না কেন, সবসময় চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার। বিপিএল বাংলাদেশের শীর্ষ টুর্নামেন্টগুলোর মধ্যে একটি। এটার দিকে সবার চোখ থাকে। এখানে ভালো খেললে জাতীয় দলে খেলার সুযোগ দ্রুত আসে।'

বিশ্বকাপের আগে বাংলাদেশের আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। তাই বিপিএলকে প্রস্তুতির সেরা মঞ্চ মনে করছেন সাইফউদ্দিন। তিনি বলেন, 'আমাদের বিশ্বকাপের আগে আর যেহেতু কোন সিরিজ, হোম সিরিজ বা অ্যাওয়ে সিরিজ নেই, তো এটা আসলে আমাদেরকে প্লেয়ারদের ঝালিয়ে নেওয়ার জন্য বড় একটা মঞ্চ। তো ইনশাআল্লাহ চোখ থাকবে এখানে ভালো কিছু করার। এখান থেকে নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়ার।'

ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের পেস বোলিং কিংবদন্তি শোয়েব আখতার। কদিন আগেই শোয়েব এসেছিলেন ঢাকা ক্যাপিটালসের এক আয়োজনে। সেখানে তার সঙ্গে দেখা হওয়ার সুযোগ তৈরি হলেও জাতীয় দলের ব্যস্ততার কারণে সেটি আর সম্ভব হয়নি। তার সঙ্গে দেখা হলে অভিজ্ঞতা নেয়ার চেষ্টা করবেন বলে জানালেন সাইফউদ্দিন।

তিনি বলেন, 'প্লেয়ারদের যখন শুটিং ছিল, ঐদিন উনি আসেনি। এরপরের দিন উনি পরের দিন শুটিং করেছে। যার কারণে উনার সাথে দেখা বা কথা হয়নি। আমি একটা ইন্টারভিউতে দেখেছি উনি হয়তোবা জানুয়ারির মাঝামাঝি আসতে পারে। আসলে ইনশাআল্লাহ তখন উনার অভিজ্ঞতা জানার চেষ্টা করব এবং কিছু অভিজ্ঞতা উনার থেকে নেওয়ার চেষ্টা করব।'

ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড:

তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবরী, ইমাদ ওয়াসিম, ওডেন স্মিথ, জিয়া শরিফি।

আরো পড়ুন: