ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে চার-ছক্কায় ১৩ রান দিয়েছিলেন মুস্তাফিজ। পরবর্তীতে মুস্তাফিজকে বোলিংয়ে আনতে খানিকটা সময় নেন অধিনায়ক নবি। চতুর্দশ ওভারে দ্বিতীয়বার বোলিংয়ে এসেই আলো ছড়ান তিনি। বাঁহাতি পেসারের প্রথম বলে চার মারলেও পরের বলেই আউট হয়েছেন জেমস ভিন্স। বাংলাদেশি তারকার স্লোয়ার কাটারে বোকা বনে গিয়েছিলেন ইংলিশ এই ব্যাটার।
তৃতীয় বলে সিঙ্গেল নেন কাইল মেয়ার্স। তবে চতুর্থ বলে ব্যাট হাতে ঝড় তোলা আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান মুস্তাফিজ। পরের বলে আউট করেছেন শন ডিকসনকে। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগলেও সেটা হতে দেননি মার্ক অ্যাডায়ার। সেই ওভারে মাত্র ৬ রান খরচায় নেন তিন উইকেট। পরবর্তীতে মুস্তাফিজের কোটার শেষ ওভারে রান আউট হয়েছেন গালফের তিন ব্যাটার।
দুর্দান্ত বোলিংয়ে ৩.৫ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। বাঁহাতি পেসারের এমন বোলিংয়ে গালফকে ১৫৬ রানে আটকে দিয়ে নবি, রভম্যান পাওয়েল ও শায়ান জাহাঙ্গীরের ব্যাটে ৬ উইকেটের জয় পেয়েছে দুবাই ক্যাপিটালস। তবে ম্যাচ ঘুরিয়ে দেয়া বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন মুস্তাফিজ। অধিনায়ক নবিও তাই ম্যাচ শেষে তাঁর প্রশংসা করলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুস্তাফিজকে নিয়ে নবি বলেন, ‘ব্যাটিংয়ে তারা (গালফ জায়ান্টস) বেশ ভালো শুরু করেছিল। কিন্তু ফিজের (মুস্তাফিজুর রহমান) ওভারটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল, যেখানে আমরা তিনটা উইকেট পেয়েছি। পরবর্তীতে ব্যাটিং করা একটু কঠিন হয়েছিল কারণ বল দেরিতে ব্যাটে আসছিল।’
বোলিংয়ে ইউনিট নিয়ে উত্তর দিতে গিয়ে দুবাইয়ের অধিনায়ক বলেন, ‘আমাদের বোলিংয়ে অনেকগুলো অপশন আছে। আমাদের সেই বোলারদেরই ব্যবহার যে কিনা ওই পরিস্থিতিতে ইমপ্যাক্ট রাখতে পারবে। পাওয়ার প্লেতে হায়দার দারুণ বোলিং করেছে এবং ফিজ মোমেন্টাম বদলে দিয়েছে।’
২৩ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্ট খেলার এনওসি পেয়েছেন মুস্তাফিজ। যার ফলে ২৪ ডিসেম্বর শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ খেলা হচ্ছে না বাঁহাতি এই পেসার। রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে দ্রুতই দেশে ফিরতে হবে তাকে। তবে দেশে ফেরার আগে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে বল হাতে বেশ ভালো সময় কাটিয়েছেন ফিজ। এখনো পর্যন্ত ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি।
বাঁহাতি পেসারের স্লোয়ার ডেলিভারিতে বোকা বনে গেছেন বেশিরভাগ ব্যাটার। গালফের বিপক্ষে ম্যাচসেরা হয়ে নিজের স্লোয়ার ডেলিভারি নিয়ে মুস্তাফিজ বলেন, ‘এটা আমার সহজাত স্টাইল (স্লোয়ার ডেলিভারিতে বোলিং অ্যাকশন)। আমি জানি ওই ডেলিভারিতে সাফল্য পাব। আমি সবসময় দলের জন্য সেরাটা দেয়ার চেষ্টা করি।’