৬ বিদেশি ক্রিকেটারকে নিয়েই সিলেট যাবে রাজশাহী

বিপিএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। টুর্নামেন্ট শুরুর আগে ২৪ ডিসেম্বর মিরপুরে হওয়ার কথা ছিল উদ্বোধনী অনুষ্ঠান। তবে নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। উদ্বোধনী অনুষ্ঠান না হলেও বিপিএল আয়োজনে সংশয় দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলকে সামনে রেখে তাই অনুশীলন শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স।

মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, আকবর আলী, হাসান মুরাদ, জিসান আলমদের নিয়ে মিরপুরের একাডেমি বিপিএলের প্রস্তুতি শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকায় কয়েক দিন অনুশীলন করে ২৩ ডিসেম্বর বিকেলে সিলেটের বিমান ধরবে তারা। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে নিয়েই সিলেট যেতে চায় রাজশাহী। হান্নান সরকার জানিয়েছেন, ২২ ডিসেম্বর কিংবা ২৩ ডিসেম্বর সকালে ঢাকায় পা রাখবেন ছয় বিদেশি ক্রিকেটার।

অনুশীলন শেষে রাজশাহীর প্রধান কোচ হান্নান বলেন, ‘বিদেশি খেলোয়াড়ের ক্ষেত্রে এখনো পর্যন্ত আপনাদের আমি জানিয়ে রাখতে পারি—আমরা ২৩ তারিখ সিলেট যাচ্ছি। স্বাভাবিকভাবেই ২২ তারিখ আমাদের ৬ জন বিদেশি ক্রিকেটার আসবে। ২৩ তারিখ সকালেও যদি আসতে পারে...আমরা বিকেলের (২৩ ডিসেম্বর) ফ্লাইটে সিলেট যাচ্ছি। আমাদের ৬ জন বিদেশি ক্রিকেটার আমাদের সঙ্গে ডমিস্টিকে যাবে।

‘বিদেশি ক্রিকেটারের কাছ থেকে এখনো পর্যন্ত সবুজ সংকেত পেয়ে আমরা এগোচ্ছি। যেহেতু বোর্ড থেকে কোন দিক নির্দেশনা বা গাইডলাইন আমাদের কাছে আসেনি, সুতরাং আমরা বিদেশি ক্রিকেটারের সঙ্গে সেই যোগাযোগটা রেখেছি। আমাদের ৬ জন বিদেশি ক্রিকেটার সিলেটে প্রথম দিন থেকেই থাকবে ইনশাআল্লাহ।’

বিপিএল নিলামের আগে সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজের সঙ্গে সরাসরি চুক্তি করেছে রাজশাহী। পরবর্তীতে নিলাম থেকে দলে নিয়েছে দুশান হেমন্থ ও জাহানদাদ খানকে। নিলাম শেষে ফ্র্যাঞ্চাইজিটি দলে টেনেছে হুসাইন তালাত, সন্দীপ লামিচানে ও বিনুরা ফার্নান্দোকে। তাদের সাত জনের মধ্যে ছয় জনই বিপিএলের প্রথম থেকে রাজশাহীর সঙ্গে থাকবেন বলে নিশ্চিত করেছেন হান্নান।

তিনি বলেন, ‘আপনারা ইতোমধ্যে জানেন আমাদের ৬ জন বিদেশি ক্রিকেটার আছে। সরাসরি চুক্তিসহ নিলাম থেকে নেয়া খেলোয়াড়দের নাম আপনারা সবাই জানেন। তার মধ্যে আমি যদি নাম মেনশন করি তাহলে সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, বিনুরা ফার্নান্দো এবং জাহানদাদ খান। এই ৬ জন খেলোয়াড় প্রথম থেকেই থাকছে।’

নিলাম থেকে হেমন্থকে দলে নেয়া হলেও তাকে পাওয়ার সম্ভাবনা কম বলে জানান হান্নান। রাজশাহীর প্রধান কোচ বলেন, ‘শ্রীলঙ্কার খেলোয়াড়ের ক্ষেত্রে (দুশান) হেমন্থ আমাদের সঙ্গে যোগ দেয়ার সম্ভাবনা খুব মনে হচ্ছে, এনওসির বিষয়...। হেমন্তকে হয়ত আমরা পাব না। আপনারা দেখেছেন তারপরেই কিন্তু আমরা লামিচানেকে দলে অন্তর্ভূক্ত করেছি। সুতরাং কিছু ব্যাপার আছে সেগুলো ভেতরের ব্যাপার। কিন্তু আমাদের ওই বিষয়গুলো মাথায় রেখেই আমরা পরিকল্পনা করেছি।’

আরো পড়ুন: