কে কিপিং করবে এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত: আকবর

বিপিএল
গণমাধ্যমে কথা বলছেন আকবর আলী, ক্রিকফ্রেঞ্জি
গণমাধ্যমে কথা বলছেন আকবর আলী, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ডঙ্কা বেজে উঠতে আর বাকি কয়েকদিন। নিলামের আগে পরে মিলিয়ে ইতোমধ্যেই দল গুছিয়ে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মাঝে মাঠের অনুশীলনও শুরু করে দিয়েছে তারা।

বিপিএলকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করছে রাজশাহী ওয়ারিয়র্স। যদিও দলটি আছে একটি মধুর সমস্যায়। এই দলে আছেন দুই উইকেটরক্ষক। জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক মুশফিকুর রহিমের পাশাপাশি নিলাম থেকে আকবর আলীকেও দলে ভেড়ায় রাজশাহী।

যার কারণে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বিপিএলে রাজশাহীর হয়ে উইকেটকিপিং গ্লাভস সামলাবেন কে। কেননা ক্যারিয়ারের শুরু থেকে জাতীয় দলে নিয়মিতই গ্লাভস আঁকড়ে ধরে রাখতে চান মুশফিকুর রহিম।

বহুবার ম্যানেজমেন্টের সঙ্গে এ নিয়ে বিতর্কও হয়েছে তার। ক্যারিয়ারের অন্তিমলগ্নে অবশ্য সব ফরম্যাটেই গ্লাভস ছাড়তে দেখা যায় তাকে। অপরদিকে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতা আকবরও সবসময় উইকেটরক্ষক হয়েই খেলেন। এবার অবশ্য ম্যানেজমেন্ট চাইলে কিপিং ছাড়তে রাজি আকবর। মুশফিকের কাছ থেকে শিখতে চান তিনি।

গণমাধ্যমকে আকবর বলেন, 'এটা আসলে পুরোপুরি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত যে কে কী করবে। বাট মুশফিক ভাইয়ের কথা যদি বলেন, অবশ্যই তাকে টিমের মধ্যে পাওয়া একটা বড় আশীর্বাদ। আমি বলব যে তার থেকে আসলে অনেক কিছু শেখার আছে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই তার থেকে নিতে পারে। আমরাও চেষ্টা করব যে তার থেকে যতটা সম্ভব নেয়ার।'

এদিকে দলটির প্রধান কোচ হান্নান সরকার অবশ্য উইকেটরক্ষক অবশ্য মুশফিককেই এগিয়ে রাখছেন। মূলত উইকেটরক্ষক হিসেবে মুশফিকের অভিজ্ঞতাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। এক্ষেত্রে মুশফিকের সঙ্গে কথা বলেই দলীয় সিদ্ধান্তে পৌঁছাতে চান তিনি।

গতকাল হান্নান বলেছিলেন, 'এটা তো আসলে সময়ই বলে দিবে। কারণ টিম কম্বিনেশনে স্বাভাবিকভাবেই মুশফিক একটু প্রায়োরিটিতে থাকবে। কারণ আমরা জানি যে মুশফিক কিপিংটা বেশি উপভোগ করে, মানে ফিল্ডিংয়ের চেয়ে কিপিংটা যখন করে তখন সে অনেক ইনভলভড থাকে।'

'আর মুশফিকের মতো একজন কিপার যদি উইকেটের পেছনে থাকে, যেকোনো বোলার বা টিমকে হ্যান্ডেল করা খুব সহজ হয়ে যায় ক্যাপ্টেনের জন্য। সো মুশফিক যদি কিপার হয় নিশ্চিতভাবেই উইকেটের পেছন থেকে সেটা গাইড করতে পারবে। যদি অন্য কেউ ক্যাপ্টেন হয় সেখানেও কিন্তু মুশফিকের সেই গাইডেন্সটা পাবে। যদি সে কিপিং করতে চায় ম্যাচে তার প্রাধান্যটা বেশি থাকবে।'

রাজশাহী ওয়ারিয়র্স স্কোয়াড-

সরাসরি চুক্তি— তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান।

নিলাম থেকে— জিসান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির হোসেন শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান।

নিলামের পর- হুসেইন তালাত

আরো পড়ুন: