আগামী ২৬ ডিসেম্বর সিলেট থেকে শুরু হবে বিপিএলের দ্বাদশ আসর। টুর্নামেন্ট শুরুর কয়েক দিন আগে ক্যামেরন ডেলপোর্ট ও কামরান গুলামকে দলে নিয়েছে চট্টগ্রাম। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স, মুলতান সুলতান্স ও ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেছেন কামরান। তবে এখনো বিপিএলে অভিষেক হয়নি তাঁর।
৮৬ টি-টোয়েন্টিতে প্রায় দুই হাজার রান করা ডানহাতি এই ব্যাটার এবারই প্রথম বিপিএল খেলবেন। ১২৯.৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করা কামরানের একটি সেঞ্চুরির সঙ্গে ১১টি হাফ সেঞ্চুরিও আছেন। টি-টোয়েন্টিতে পাকিস্তানের জার্সি গায়ে না জড়ালেও জাতীয় দলের হয়ে ৬ টেস্ট এবং ১১ ওয়ানডে খেলেছেন তিনি। ডেলপোর্ট অবশ্য বিপিএল খেলেছেন আগেই।
২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএলে অভিষেক হয় ডেলপোর্টের। পরবর্তীতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলেছেন। এখনো পর্যন্ত ৩১ ম্যাচে ২২.৭১ গড় ও ১৪২.৬০ স্ট্রাইক রেটে ৬৩৬ রান করেছেন। চারটি হাফ সেঞ্চুরিও আছে সাউথ আফ্রিকান এই ব্যাটারের। বিপিএলের বাইরে পিএসএল, সিপিএল ও বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা আছে ৩৬ বছর বয়সি ডেলপোর্টের।
বিপিএলের জন্য সাউথ আফ্রিকার জাস্টিন কেম্পকে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে চট্টগ্রাম। জাতীয় দলের হয়ে ৪ টেস্টের সঙ্গে ৮৫ ওয়ানডে এবং ৮ টি-টোয়েন্টি খেলেছেন সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার। খেলোয়াড়ি জীবনে আইপিএল ও সিপিএলে খেলেছেন তিনি। ২০০৯-১০ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ৫ ম্যাচে ৩ উইকেট নেয়ার পাশাপাশি ২৬ রান করেছিলেন কেম্প।
চট্টগ্রাম রয়্যালস—
সরাসরি চুক্তি— শেখ মেহেদী, তানভির ইসলাম, আবরার আহমেদ, কামরান গুলাম, পল স্টার্লিং ও ক্যামেরন ডেলপোর্ট।
নিলাম থেকে— নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর, নিরোশান ডিকওয়েলা।