হেটমায়ার এই মৌসুমে ভাইপার্সের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন। তবে ব্যাট হাতে খুব একটা ভালো সময় কাটাতে পারেননি তিনি। ছয় ইনিংসে ব্যাট হাতে করেছেন মাত্র ১১১ রান। তাও আবার ১৮.৫০ গড়ে ও ১৬০.৮৬ স্টাইক রেটে। তার সর্বোচ্চ ইনিংসটি ২৫ বলে ৪৮ রানের।
এদিকে, রয় নেপাল প্রিমিয়ার লিগে পোখরা এভেঞ্জার্সের হয়ে তিনটি ম্যাচ খেলার পর আইএল টি-টোয়েন্টিতে খেলতে এসেছেন। এর আগে আবুধাবি টি-টেন টুর্নামেন্টে রয়্যাল চ্যাম্পসের অধিনায়ক ছিলেন রয়। তার আইএল টি-টোয়েন্টি খেলারও পূর্ব অভিজ্ঞতাও রয়েছে।
২০২৩ সালে তিনি আবুধাবি নাইট রাইডার্সের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন। এর পরের মৌসুমে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে ১২টি ম্যাচে খেলে ২৯.৮০ গড়ে ২৯৮ রান করেছিলেন রয়। এদিকে হেটমায়ারের ছিটকে যাওয়া বড় ধাক্কা হয়ে এসেছে ভাইপার্সের জন্য। দলটির টিম ডিরেক্টর টম মুডি বেশ হতাশ তাকে না পেয়ে।
এ প্রসঙ্গে মুডি বলেন, 'শিমরনের মতো একজন অভিজ্ঞ এবং দারুণ খেলোয়াড়কে হারানো আমাদের জন্য অত্যন্ত হতাশার, কারণ এই মৌসুমে সে আমাদের স্কোয়াডে ইতিবাচক ভূমিকা পালন করেছে। তবে জেসনের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়কে পাওয়াটা সেই আঘাতকে কিছুটা হলেও প্রশমিত করবে।'
রয়কে নিয়ে তিনি আরও বলেন, 'জেসন আমাদের জন্য সমস্ত মানদণ্ড পূরণ করে। সে এই ফরম্যাট সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল, সে একজন বহুমুখী ব্যাটার যে গিয়ার পরিবর্তন করতে পারে, সে আমাদের ব্যাটিং অর্ডারে উপরে এবং নিচে বিকল্প সরবরাহ করে, সে সম্প্রতি খেলছে এবং তার আইএলটি২০ তে অভিজ্ঞতা আছে।'
ভাইপার্স বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে, সাত ম্যাচের মধ্যে ছয়টিতে জিতেছে তারা। তারা একমাত্র ম্যাচে হেরেছে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে। তাও আবার মাত্র এক রানের ব্যবধানে। ভাইপার্স তাদের পরবর্তী ম্যাচে রবিবার সন্ধ্যায় দুবাইতে ওয়ারিয়র্সের মুখোমুখি হবে।