এ ছাড়া ক্লাব হাউজ ৫০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ টাকা, শহীদ তুরাব স্ট্যান্ড ২০০ টাকা এবং ক্লাব হাউজে (জিরো ওয়েস্ট জোন) বসে খেলা দেখতে দর্শকদের খরচ হবে ৬০০ টাকা। ২১ ডিসেম্বর বিকেল চারটা থেকে শুরু হচ্ছে সিলেট পর্বের বিপিএলের টিকেট বিক্রি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিকিট বিক্রির ওয়েবসাইট www.gobcbticket.com.bd— এ টিকেট পাওয়া যাবে।
বিপিএলের আগামী আসরে স্বশরীরে টিকেট কেনার কোন ব্যবস্থা রাখছে না বিসিবি। অনলাইনে কেনা টিকেট দেখালেই মাঠে ঢুকতে পারবেন দর্শকরা। সূচি অনুযায়ী, আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএল। একই দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।
দেশের তিন ভেন্যুতে হবে ছয় দলের টুর্নামেন্ট। সিলেটের সঙ্গে ভেন্যু হিসেবে থাকছে চট্টগ্রাম ও ঢাকা। ভেন্যু বাড়ানোর আশ্বাস দেয়া হলেও শেষ পর্যন্ত সেটার বাস্তবায়ন হয়নি। সিলেটে বিপিএল শুরু হওয়ার সেটা চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ঢাকায় ফিরবে। ৩৪ ম্যাচের বিপিএলের ১২টি আয়োজনের সুযোগ পেয়েছে সিলেট। সমান ১২টি ম্যাচ হবে চট্টগ্রামের ভেন্যুতেও।
এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৬ ডিসেম্বর সিলেট, ৫ জানুয়ারি চট্টগ্রাম এবং ১৬ জানুয়ারি শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব। সূচি অনুযায়ী, ১৯ জানুয়ারি মিরপুরে হবে এলিমিনেটর।
একই দিন সন্ধ্যায় হবে প্রথম কোয়ালিফায়ার। একদিন বিরতি দিয়ে ২১ জানুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল হবে ২৩ জানুয়ারি। এলিমিনেটর, কোয়ালিফায়ারের পাশাপাশি ফাইনাল ম্যাচের জন্যও রিজার্ভ ডে রাখা হয়েছে। ২৪ ডিসেম্বর মিরপুরে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কায় সেটা হচ্ছে না।
সিলেট পর্বে টিকেটের মূল্য তালিকা:
গ্র্যান্ড স্ট্যান্ড— ২ হাজার টাকা
ক্লাব হাউজ— ৫০০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড— ২৫০ টাকা
শহীদ তুরাব স্ট্যান্ড— ২০০ টাকা
গ্রিন গ্যালারি— ২০০ টাকা
ক্লাব হাউজ (জিরো ওয়েস্ট জোন)— ৬০০ টাকা