ফিক্সিংয়ের অভিযোগে বিসিবির দায়িত্ব ছাড়লেন পরিচালক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন মোখলেসুর রহমান খান! এমন অভিযোগ ওঠার পর অডিট কমিটিসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব ধরনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। অভিযোগ স্বীকার না করলেও সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন বিসিবির এই পরিচালক। নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মোখলেসুর।