সোহানকে পুরো কৃতিত্ব দিতে চান তামিম
ম্যাচ জিততে শেষ ওভারে ২৬ রান প্রয়োজন রংপুর রাইডার্সের। মিডিয়াম পেসার কাইল মেয়ার্সের বিপক্ষে উইকেটে তখন নুরুল হাসান সোহান ও কামরুল ইসলাম রাব্বি। মেয়ার্সের লো ফুলটস ডেলিভারিতে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মারলেন সোহান। পরের বলে ক্যারিবীয় পেসারের স্লোয়ার ডেলিভারিতে চার মেরেছেন ফাইন লেগ দিয়ে। তৃতীয় বলে স্কয়ার লেগ দিয়ে চার মেরে রংপুরের কাজটা আরও সহজ করে আনেন সোহান।