
ইমরুলের উইকেটটি স্পেশাল আলিসের কাছে
আলিস আল ইসলামের উত্থানটা বিপিএল দিয়ে। এরপর ইনজুরি তার জীবন থেকে কেড়ে নিয়েছে কয়েকটি বছর। আবারও নিয়মিত হয়েছেন। বল হাতে পারফর্মও করছেন আলিস। তার দুর্দান্ত বোলিংয়েই খুলনার বিপক্ষে ৬ রানের জয় তুলে নিয়েছে ঢাকা মেট্রো।
আলিস আল ইসলামের উত্থানটা বিপিএল দিয়ে। এরপর ইনজুরি তার জীবন থেকে কেড়ে নিয়েছে কয়েকটি বছর। আবারও নিয়মিত হয়েছেন। বল হাতে পারফর্মও করছেন আলিস। তার দুর্দান্ত বোলিংয়েই খুলনার বিপক্ষে ৬ রানের জয় তুলে নিয়েছে ঢাকা মেট্রো।
ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন ও আজিজুল হাকিম তামিমকে ফিরিয়ে নিজের কাজটা করে দিয়েছেন আলিস আল ইসলাম। ৪ ওভারে ২৪ রান খরচায় ঢাকা মেট্রোর ‘রহস্যময়’ স্পিনার নিয়েছেন ৩ উইকেট। বোলিংয়ে বাকি কাজটা সেরেছেন রাকিবুল হাসান, মারুফ মৃধারা। খুলনার এনামুল হক বিজয়, নুরুল হাসানদের সোহানদের ব্যাটিং ব্যর্থতায় ৬ রানের জয় তুলে নিয়েছে ঢাকা মেট্রো। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সবার উপরে নাইম শেখরা।
তিনটি সিঙ্গেল নিয়ে ইনিংস শুরু করেছিলেন তামিম ইকবাল। এরপর একটি বাউন্ডারি ও একটি ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কা। তবে এরপর আর ইনিংস বড় করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। তিনি ১০ বলে ১৩ রান করে শেষ হয়েছে তামিমের প্রত্যাবর্তনের ইনিংস। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে চট্টগ্রাম বিভাগ।
রাজশাহী বিভাগের জন্য ১৭৩ রানের লক্ষ্যটা একেবারে সহজ ছিল না। তবে রাজশাহীর কাজটা সহজ করে দিয়েছেন হাবিবুর রহমান সোহান ও সাব্বির হোসেন। বিশেষ করে সোহানের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের ভিত পায় রাজশাহী। ম্যাচ জিততে বাকি কাজটা সেরেছেন প্রীতম কুমার ও এসএম মেহেরব হাসানরা। আলোকস্বল্পতায় খেলা শেষের আগে ডিএলএস মেথডে ১১ রানের জয় পেয়েছে রাজশাহী। ফলে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই হার দেখতে হলো খুলনা বিভাগকে।
বিপিএলের বাইরে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সূচিতে আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট যোগ করার চাওয়া ছিল অনেক আগে থেকেই। ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগ টি-টোয়েন্টি দিয়ে আক্ষেপ ঘুচতে যাচ্ছে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের। টুর্নামেন্ট শুরুর আগে নানারকম আয়োজনে সবার নজর কেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।