জয়-ইয়াসিরের সেঞ্চুরি, তাইজুলের ৪ উইকেট

ঘরোয়া
জয়-ইয়াসিরের সেঞ্চুরি, তাইজুলের ৪ উইকেট
এনসিএলের প্রথম দিনেই সেঞ্চুরি করেছেন মাহমুদুল হাসান জয় (বামে) ও ইয়াসির আলী রাব্বি (ডানে), বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনেই ব্যাটে হাতে আলো ছড়িয়েছেন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বি। তাদের দুজনের সেঞ্চুরিতে রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ৪০১ রানে অল আউট হয়েছে চট্টগ্রাম বিভাগ। ব্যাটিংয়ে নেমে ১ রান তুলতেই ২ উইকেট নেই রাজশাহীর। ভিন্ন ম্যাচে জিয়াউর রহমান ও শেখ পারভেজ জীবনের হাফ সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৯ উইকেটে ৩১২ রান তুলেছে খুলনা বিভাগ।

জয়-ইয়াসিরের সেঞ্চুরি, চট্টগ্রামের চারশ

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি চট্টগ্রাম। ইনিংসের ষষ্ঠ ওভারেই ফেরেন সাদিকুর রহমান। চট্টগ্রামে বিভাগের রান পঞ্চাশ ছোঁয়ার আগে আউট হয়েছেন মুমিনুল হকও। ২২ বলে ১৩ রান করেছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক। শাহাদাত হোসেন দিপুও ফিরেছেন দ্রুতই। চট্টগ্রামের অধিনায়ক ১৭ রান করে ফিরে গেছেন। ৬৮ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন মাহমুদুল জয় ও ইয়াসির রাব্বি। তাদের দুজনের ব্যাটেই এগোতে থাকে চট্টগ্রাম।

দলের রান এক ছোঁয়ার পর ৮৩ বলে হাফ সেঞ্চুরি করেন মাহমুদুল জয়। একটু পর ৬৪ বলে পঞ্চাশ ছুঁয়েছেন ইয়াসির রাব্বিও। সাবধানী ব্যাটিংয়ে ১৩৮ বলে সেঞ্চুরি তুলে নেন জয়। আরেক ব্যাটার ইয়াসির রাব্বি তিন অঙ্ক ছুঁয়েছেন ইয়াসির রাব্বি। তাদের দুজনের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে হাঁটতে থাকে চট্টগ্রাম। যদিও তাদের রান তিনশ হওয়ার আগে জয়কে ফিরিয়ে জুটি ভাঙেন তাইজুল। বাঁহাতি স্পিনারের বলে উইকেটের পেছনে প্রীতম কুমারকে ক্যাচ দিয়েছেন তিনি।

১৫ চার ও ২ ছক্কায় ১৬৫ বলে ১২৭ রান করেছেন জয়। ডানহাতি ব্যাটারের বিদায়ে ভাঙে ইয়াসিরের সঙ্গে ২২১ রানের জুটি। সেঞ্চুরির পর আউট হয়েছেন ইয়াসিরও। ১০ চার ও ৬ ছক্কায় ১৩৮ বলে ১২৯ রানের ইনিংস খেলা ইয়াসিরকে ফেরান এস এম মেহেরব। পরবর্তীতে ৬৩ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন ইরফান শুক্কুর। পরবর্তীতে কেউ ভালো করতে না পারায় প্রথম ইনিংসে ৪০১ রানে অল আউট হয়েছে চট্টগ্রাম। রাজশাহীর হয়ে ১৫৯ রানে ৪ উইকেট নিয়েছেন স্পিনার তাইজুল। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ রানে ২ উইকেট হারিয়েছে রাজশাহী। দুটি উইকেটই নিয়েছেন হাসান মুরাদ।

ব্যর্থ সৌম্য-বিজয়, জিয়াউর-জীবনের হাফ সেঞ্চুরি

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯১ রানের ইনিংস খেলে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন সৌম্য সরকার। তবে এনসিএলের ম্যাচে জ্বলে উঠতে পারেননি বাঁহাতি এই ওপেনার। ৬ চারে ৬২ বলে ৩৭ রান করেছেন তিনি। সৌম্যর পাশাপাশি ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এনামুল হক বিজয়ও। ৫ চারে ৪৪ বলে ৩০ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। যদিও তারা দুজনে মিলে খুলনাকে ৫৯ রানের জুটি এনে দিয়েছিলেন। তবে পরবর্তীতে নিয়মিত বিরতি উইকেট হারাতে থাকে খুলনা।

১৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। যদিও একপ্রান্ত আগলে রেখে খুলনাকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন জিয়াউর। ৬৫ বলে পেয়েছেন হাফ সেঞ্চুরি। পরবর্তীতে পঞ্চাশ ছুঁয়েছেন শেখ পারভেজ জীবনও। সমান পাঁচটি করে ছক্কা ও চারে ৯১ বলে ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন তিনি। তবে দিনের শেষ বেলায় ৯১ বলে ৬৯ রান করে আউট হয়েছেন জিয়াউর। দিন শেষে খুলনার সংগ্রহ ৯ উইকেট ৩১২ রান। বরিশাল বিভাগের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন রুয়েল মিয়া ও মইন খান।

আরো পড়ুন: মাহমুদুল হাসান জয়