পারল না সিলেট, জাতীয় লিগে শিরোপা জিতল রংপুর

এনসিএল
পারল না সিলেট, জাতীয় লিগে শিরোপা জিতল রংপুর
জাতীয় লিগে শিরোপা জিতল রংপুর, বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি বিভাগে শিরোপা জিতেছিল রংপুর। এবার চার দিনের খেলায়ও শিরোপা নিশ্চিত করেছে দলটি। মূলত সিলেট ব্যর্থ হওয়ার কারণেই শিরোপার ছোঁয়া পেয়েছে রংপুর। গতকাল ম্যাচের তৃতীয় দিন খুলনাকে সাত উইকেটে হারায় রংপুর।

এই জয়ে টেবিলের তৃতীয় স্থান থেকে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে যায় তারা। ফলে গতকালই তালিকার দুইয়ে নেমে যায় ২৬ পয়েন্ট পাওয়া সিলেট এবং তিনে নামে ২৪ পয়েন্ট থাকা ময়মনসিংহ।

কিন্তু শেষ রাউন্ডে সিলেটের মতো সহজ সুযোগ হারিয়েছে ময়মনসিংহও। রাজশাহীর বিপক্ষে ১৪৬ রানের বড় ব্যবধানে হারে তারা। ম্যাচটি জিততে শেষদিন ময়মনসিংহের প্রয়োজন ছিল ২০১ রান, হাতে ছিল এক উইকেট।

২১০ রান নিয়ে শেষদিনের খেলা শুরু করা দলটি ২৮১ রানে। মূলত আবু হায়দার রনির ১২৭ বলে ১০টি চার ও ১৩টি ছক্কায় খেলা ১৪১ রানের ইনিংসের কারণে শেষদিন কিছুটা লড়াই করতে পারে ময়মনসিংহ। যদিও দলটির ব্যাটারদের আগের দিনের ব্যর্থতা ঢাকেনি তাতে।

যার কারণে বড় ব্যবধানেই হারে ময়মনসিংহ। টুর্নামেন্টে শিরোপাও জেতা হয়নি দলটির। অপরদিকে সিলেটের বিপক্ষে দাপট দেখায় বরিশাল। ইফতিখার হোসেন ইফতির অপরাজিত ১২৮ রানের সৌজন্যে বরিশাল দ্বিতীয় ইনিংসে ২৯৪ রান করলে সিলেটের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩২০ রানের।

শেষদিনে এত বড় চাপ নিতে পারেনি সিলেট। মুশফিকুর রহিমের ৫৩ এবং আসাদুল্লাহ আল গালিবের অপরাজিত ৬১ রানের সৌজন্যে পাঁচ উইকেটে ১৮৭ রান তোলে তারা। বরিশালের হয়ে দুটি করে উইকেট নেন তানভির ইসলাম এবং মইন খান।

শেষ ম্যাচটি ড্র করার কারণে ২৬ থেকে ২৮ পয়েন্টে গিয়ে থামে সিলেটের যাত্রা। অপরদিকে ২৪ পয়েন্ট থাকা ময়মনসিংহ তাদের শেষ ম্যাচে রাজশাহীর বিপক্ষে হেরে যাওয়ায় কোনো পয়েন্টই পায়নি। আর তাই গতকালের জয়েই এনসিএলের শিরোপা কপালে জোটে রংপুরের।

আরো পড়ুন: রংপুর