জাকিরের সেঞ্চুরিতে সিলেটের লড়াই-
৯ উইকেটে ২৬৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বরিশাল। শেষ উইকেট জুটিতে রুয়েল মিয়ার সঙ্গে ৪৩ রানের জুটি গড়েন সোহাগ গাজী। ৭০ বলে ৬৮ রানের ইনিংস খেলে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন তিনি।
এরপর ব্যাটিংয়ে নেমে ৪৭ রানের মধ্যে চার উইকেট হারায় সিলেট। মুবিন আহমেদ দিশান দুই, আসাদুল্লাহ আল গালিব পাঁচ, অমিত হাসান পাঁচ এবং মুশফিকুর রহিম আট রানে ফিরে যান।
এরপর ১১৩ রানের জুটি গড়েন জাকির হাসান এবং আশরাফুল হাসান। ৪১ রান করা আশরাফুলকে বোল্ড করে এই জুটি ভাঙেন ইফতিখার হোসেন ইফতি। তারপর তোফায়েল আহমেদকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেন জাকির। ১৮৪ বলে ১৩০ রানে অপরাজিত আছেন জাকির। সঙ্গি তোফায়েল আছেন ২৯ বলে ১৫ রান নিয়ে।
বড় লিডের পথে রাজশাহী-
দুই উইকেটে ৭৩ রান নিয়ে দিন শুরু করে ময়মনসিংহ। কিন্তু সানজামুল ইসলামের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি দলটি। মাত্র ১৮ রান খরচায় পাঁচ উইকেট নেন সানজামুল। ময়মনসিংহের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন খালিদ হাসান। আগের দিন ৩৩ রান করেন ওপেনার নাইম শেখ।
ফের ব্যাটিংয়ে নেমে শুরুতে সুবিধা করতে পারেনি রাজশাহী। ৩৬ রানে তিন এবং ৮৪ রানের মধ্যে চার উইকেট হারায় দলটি। চতুর্থ উইকেট হিসেবে এস এম মেহরব ২৪ রানে ফিরে যান।
তারপর ১২৫ রানের মধ্যে আরো উইকেট হারায় দলটি। রাজশাহীর ইনিংস বয়ে নিয়ে যাচ্ছেন মোহাম্মদ রহিম। ৪৭ রান করেছেন তিনি। তার সঙ্গি ৩০ রান করা শাহরিয়ার হোসেন শুভ্র। মাঝের দিকে ৪০ রানের ইনিংস আসে প্রিতম কুমারের ব্যাটে।