লম্বা সময় ধরে বরিশাল বিভাগের ফিজিও হিসেবে কাজ করছেন হাসান। এক দশকের বেশি সময় ধরে দায়িত্ব পালন করা ৪৭ বছর বয়সি এবারও এনসিএলে কাজ করছিলেন বরিশালের সঙ্গেই। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় দিনের সকালে আচমকা বুকে ব্যথা অনুভব করেন তিনি।
ব্যথা অনুভব করার পর তাকে নিয়ে যাওয়া হয় সরকারী হাসপাতালে। সেখানে চিকিৎসা করা সম্ভব না হওয়ায় পরবর্তীতে আরও কয়েকটি হাসপাতালে স্থানান্তর করা হয়। শেষ পর্যন্ত বরিশালের সিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর হার্টের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।
হাসানের মৃত্যুতে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টিতে কালো আর্মব্যান্ড পড়ে খেলতে নামবেন লিটন দাস, সাইফ হাসানরা। এ ছাড়া হাসানকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতাও পালন করা হবে। এনসিএলের যে ম্যাচগুলো চতুর্থ দিন সকাল পর্যন্ত গড়াবে সেই ম্যাচগুলোতে একইভাবে শ্রদ্ধা জানাবে বিসিবি।
একই মাঠে এনসিএলের উদ্বোধনী দিনে অসুস্থ হয়ে পড়েছিলেন ফজলে মাহমুদ রাব্বি। ইনিংসের ১৯তম ওভারে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় হঠাৎই লুটিয়ে পড়েন বরিশালের এই ব্যাটার। পরবর্তীতে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। যদিও ফজলে মাহমুদকে হাসপাতালে নেয়ার প্রয়োজন হয়নি। বর্তমানে তিনি সুস্থ আছেন।
এনসিএলের প্রথম রাউন্ডে প্রথম ইনিংসে ৩১৩ রান করে খুলনা। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২৬ রানে অল আউট হয় বরিশাল। ফলো অনে পড়া বরিশাল আবারও ব্যাটিংয়ে নেমে ২২৪ রান তোলে তারা। সহজ লক্ষ্য তাড়ায় ৩ উইকেট হারিয়ে ৭ উইকেটের জয় তুলে নেয় খুলনা।