‘মনে হচ্ছে আমি প্রস্তুত’, পিএসএলে মাঠে নামার আগে সাকিব
প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে আজ (শনিবার) রাতে পিএসএলে লাহোর কালান্দার্সের জার্সিতে মাঠে দেখা যাবে বাংলাদেশের সেরা এই অলরাউন্ডারকে। গত বছরের নভেম্বরে শেষবার আবুধাবির টি-টেন টুর্নামেন্টে খেলেছিলেন তিনি।