ভয় লাগছিল, দুবাইয়ে আসার পর স্বস্তি ফিরেছে: রিশাদ
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রচেষ্টায় বিশেষ বিমানে করে রাওয়ালপিন্ডি ছাড়েন রিশাদ হোসেন-নাহিদ রানাসহ পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা। তবে তারা রাওয়ালপিন্ডি ছাড়ার একটু পরই পাকিস্তানে হামলা চালায় ভারত। এমন খবরে ভয় পেয়েছিলেন রিশাদ। তবে কোনো প্রকার ঝামেলা ছাড়া দুবাইয়ে পৌঁছাতে পারায় স্বস্তি ফিরে পেয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার।
 
         
         
         
         
         
         
         
         
         
        