পিএসএলে নেই রিজওয়ানের মুলতান সুলতান্স

পিএসএল
পিএসএলে নেই রিজওয়ানের মুলতান সুলতান্স
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরপত্রপ্রক্রিয়ায় অংশ নিয়ে ১০ বছরের জন্য মালিকানা ধরে রেখেছে কোয়েটা গ্লাডিয়েটর্স, করাচি কিংস, লাহোর কালান্দার্স, পেশাওয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেড। তবে একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে চুক্তি নবায়ন করেনি মুলতান সুলতান্স। বিষয়টি নিশ্চিত করেছেন মুলতানের মালিক আলী খান তারিন।

বছরখানেক ধরে পাকিস্তান প্রিমিয়ার লিগের ব্যবস্থাপনা নিয়ে কড়া সমালোচনা করেছেন আলী তারিন। যোগাযোগের ঘাটতি ও স্বচ্ছতার অভাব নিয়েও বারংবার প্রশ্ন তুলেছেন মুলতানের মালিক। বোর্ডের সঙ্গে চুক্তির কয়েকটি ধারা লঙ্ঘন করায় তাকে আইনি নোটিশ পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও সেটাকে খুব বেশি পাত্তা দেননি আলী তারিন।

সেই সময় ভিডিও বার্তায় প্রকাশ্যে সেই নোটিশ ছিঁড়ে ফেলেন। প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেও সেটা করেননি আলী তারিন। বরং সঙ্গে রসিকতা করে তিনি বলেছিলেন, ‘আশা করি, আমার এই ক্ষমা প্রার্থনার ভিডিও আপনাদের ভালো লেগেছে।’ মুলতানের মালিকের এমন আচরণে আরও ক্ষেপে যায় পিসিবি। একমাত্র মালিক হিসেবে আলী তারিন চুক্তি নবায়নের কোনো চিঠি পাননি।

গত সপ্তাহে তিনি নিজেও বলেছেন পিসিবি চেয়ারম্যান অথবা পিএসএল ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে আলী তারিনকে একটি ইমেইল পাঠায় পিসিবি। যেখানে পিএসএল নিয়ে সবধরনের সমালোচনার জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগামাধ্যম থেকে সব পোস্ট মুছে ফেলতে বলা হয়।

আলী তারিন অবশ্য সেসবের কিছুই করেননি। যার ফলে আগামী ১০ বছরের জন্য চুক্তি নবায়নের সুযোগ পাননি তিনি। ২০১৮ সালে প্রথমবার পিএসএলে যুক্ত হয় মুলতান। শুরুতে স্কোন গ্রুপ দায়িত্ব নিলেও এক বছর পরই চুক্তি বাতিল করে তারা। পরবর্তীতে আলমগীর তারিন মালিকানার বেশিরভাগ অংশ। ২০২০ সালেই চ্যাম্পিয়ন হয় ফ্র্যাঞ্চাইজিটি। সবমিলিয়ে টানা চারবার ফাইনালে উঠে মোহাম্মদ রিজওয়ানের দলটি।

২০২২ সালে আলমগীর মারা যাওয়ার পর তারিন ফ্র্যাঞ্চাইজিটির পুরো মালিকানা নেন। মুলতান চুক্তি নবায়ন না করায় নতুন মালিক খুঁজতে হবে পিসিবি ও পিএসএল ম্যানেজমেন্টকে। এ ছাড়া টুর্নামেন্টের আগামী মৌসুম থেকে আরও দুইটি দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। ইতোমধ্যে সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজিগুলোর নামও প্রকাশ করেছে তারা। বিডিং প্রক্রিয়া শেষে নতুন দুইটি দলের মালিকানা চূড়ান্ত করা হবে।

আরো পড়ুন: পিএসএল