নিউজিল্যান্ড জাতীয় দলের পাশাপাশি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কাজ করার পর পিএসএলে এসেছিলেন হেসন। মুলতান সুলতান্সকে হারিয়ে ইসলামাবাদকে তৃতীয় শিরোপাও এনে দিয়েছেন তিনি। তবে পাকিস্তান কোচ সংকটে পড়ায় তাকে দায়িত্ব দেয় পিসিবি। হেসনের অধীনে বেশ ভালো ক্রিকেট খেলছে পাকিস্তান।
তিনি সরে যাওয়ার পর থেকেই ইসলামাবাদের প্রধান কোচের পদটি শূন্য রয়ে গেছে। পিএসএলের নতুন মৌসুম শুরুর আগে নতুন কোচ খুঁজে নিয়েছে ইসলামবাদ। হেসনের বদলি হিসেবে রঙ্কিকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
ইসলামাবাদের কোচ হয়ে রঙ্কি বলেন, ‘ইসলামাবাদ ইউনাইটেড সবসময় আমার ঘরের মতো। দল, মালিক, সমর্থক এবং পুরো ইসলামাবাদ ইউনাইটেড পরিবারের সঙ্গে আমার সম্পর্কটা খুবই স্পেশাল।’
রঙ্কির সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির সম্পর্ক বেশ পুরনো। ২০১৮ সালে প্রথমবার ইসলামাবাদের হয়ে খেলেছেন নিউজিল্যান্ডের সাবেক উইকেটকিপার ব্যাটার। তিন মৌসুমে ৩১ ম্যাচ খেলেছেন ৪৪ বছর বয়সি কিউই সাবেক ব্যাটার। ১০ হাফ সেঞ্চুরি ও ১৬৬.১২ স্ট্রাইক রেটে ১ হাজার ২০ রান করেছেন রঙ্কি।