আবারও পিএসএলে খেলার ঘোষণা মঈন আলীর

পিএসএল
আবারও পিএসএলে খেলার ঘোষণা মঈন আলীর
মুলতান সুলতান্সের জার্সিতে মঈন আলী, পিএসএল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলি আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন। সোমবার নিজেই সেই ঘোষণা দিয়েছেন। ৩৮ বছর বয়সী মঈন জানিয়েছেন, পিএসএলে যোগ দিতে পেরে তিনি বেশ উচ্ছ্বসিত। মঈনের ধারণা পিএসএল এরই মধ্যে নিজেদের ভালো অবস্থান তৈরি করেছে ফ্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায়।

বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ানো ক্রিকেটারদের মধ্যে একজন মঈন। খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। পিএসএলের প্রায় নিয়মিত মুখই বলা যায় তাকে। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত মুলতান সুলতানসের হয়ে নয়টি ম্যাচ খেলেছিলেন। এবার আরও একটি পিএসএলে খেলতে মুখিয়ে আছেন এই ইংলিশ অলরাউন্ডার।

তিনি ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, 'পিএসএলের নতুন যুগে যোগ দিতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। প্রতিটি দলে বিশ্বমানের ক্রিকেটার, প্রতিযোগিতাও তীব্র—সামগ্রিকভাবে লিগটি এখন শীর্ষ পর্যায়ের টি–টোয়েন্টি ক্রিকেটের প্রতীক। পাকিস্তানে খেলা সবসময়ই অসাধারণ। ক্রিকেটের মান দুর্দান্ত, আর দর্শকদের আবেগ আর তীব্র সমর্থন আপনাকে সেরাটা দিতে বাধ্য করে।'

পিএসএলের পাশাপাশি আইপিএলেও নিয়মিত মুখ তিনি। ২০১৮ সাল থেকে তিনটি ভিন্ন দলে খেলেছেন তিনি। এর মধ্যে চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন তিনি। পাকিস্তানের মাটিতে খেলতে মুখিয়ে থাকা এই ক্রিকেটার জানিয়েছেন তিনি আসন্ন পিএসএলে বিশেষ অভিজ্ঞতা অর্জন করতে চান।

পিএসএলে খেলার আকাঙ্খার কথা জানালেও কোন দলে তিনি যোগ দিচ্ছেন তা এখনও খোলাসা করেননি তিনি বা পিএসএলের আয়োজকরা। মঈন বলেছেন, 'সবকিছুর অংশ হতে আর নতুন স্মৃতি গড়তে মুখিয়ে আছি। ইনশাআল্লাহ, আরও একটি বিশেষ অভিজ্ঞতার অপেক্ষায়।'

মঈনের আগে পিএসএলে খেলার ঘোষণা দিয়েছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি। তিনি আইপিএলের আসন্ন নিলাম থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। তিনি ঘোষণা দেন ১৪ বছরের আইপিএল অধ্যায় শেষ করে তিনি পিএসএলে নতুন যাত্রার অংশ হতে যাচ্ছেন।

পিএসএলে খেলার কথা খোলাসা করে প্রোটিয়া এই ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, 'একটি অধ্যায় শেষ হলে আরেকটি শুরু হয়। পরের মৌসুমে পিএসএলে যোগ দিচ্ছি—এটা জানাতে দারুণ লাগছে। লিগটির শক্তি আর প্রতিভার অংশ হতে আমি আর অপেক্ষা করতে পারছি না।'

আরো পড়ুন: মঈন আলী