পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত মৌসুম দিয়ে বোর্ডের সঙ্গে করা ১০ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের। নতুন করে চুক্তি নবায়নের সুযোগ দিলে সেটাতে রাজি হয়েছে কোয়েটা গ্লাডিয়েটর্স, করাচি কিংস, লাহোর কালান্দার্স, পেশাওয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেড। একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে চুক্তি নবায়ন করেনি মুলতান সুলতান্স।
বছরখানেক ধরেই পিএসএলের ব্যবস্থাপনা নিয়ে কড়া সমালোচনা করছিলেন আলী খান তারিন। যোগাযোগের ঘাটতি ও স্বচ্ছতার অভাব নিয়েও বারংবার প্রশ্ন তুলেছেন মুলতানের মালিক। বোর্ডের সঙ্গে চুক্তির কয়েকটি ধারা লঙ্ঘন করায় তাকে আইনি নোটিশ পাঠায় পিসিবি। যদিও সেটাকে খুব বেশি পাত্তা দেননি আলী তারিন। সেই সময় ভিডিও বার্তায় প্রকাশ্যে সেই নোটিশ ছিঁড়ে ফেলেন। প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেও সেটা করেননি আলী তারিন।
এমন অবস্থায় চুক্তি নবায়নের জন্য মুলতানকে সুযোগ দেয়নি পিসিবি। আগামী ২৬ মার্চ মাঠে গড়াবে পিএসএলের আগামী মৌসুম। প্লেয়ার্স ড্রাফটের জন্য বিদেশি ক্রিকেটারদের নিবন্ধনও শুরু হয়েছে। এত দ্রুত সময়ে নতুন মালিকানা খুঁজে পাওয়া কঠিন। যার ফলে টুর্নামেন্টের একাদশ আসরে মুলতানকে নিজেদের অধীনে চালানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আগামী আসর শেষে মুলতানের মালিকানার জন্য নিলাম করবে তারা।
এ প্রসঙ্গে মহসিন নাকভি বলেন, ‘চলতি বছর মুলতান সুলতান্স পিসিবি চালাবে। পিএসএল শেষ হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করার জন্য আমরা নিলামের আয়োজন করব। এই মৌসুমে মুলতান সুলতান্স পরিচালনা করবে। আগামী ৮-১০ দিনের মধ্যে আমরা ভারপ্রাপ্ত প্রধান নিয়োগ করব, যিনি দলটা তত্ত্বাবধায়ন করবে। মুলতান সুলতান্সকে পরিচালনার জন্য একজন পেশাদার ক্রিকেটারকে দায়িত্ব দেয়া হবে।’
২০২৬ সালের ২৬ মার্চ পর্দা উঠবে পিএসএলের আগামী আসর। ৮ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৩ মে। একাদশ আসর থেকেই টুর্নামেন্টে দুইটি দল বাড়ানো হচ্ছে। দুটি নতুন পিএসএল ফ্র্যাঞ্চাইজির জন্য নিলাম অনুষ্ঠিত হবে। বিজয়ী দুইটি প্রতিষ্ঠান পিসিবির দেয়া শহরগুলো থেকে নাম বেছে নিতে পারবেন। তবে এখনো দল দুইটি চূড়ান্ত হয়নি।