আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান আর্নস্ট অ্যান্ড ইয়াং এর মূল্যায়নের ভিত্তিতে বাজারদর অনুযায়ী এই নতুন চুক্তিগুলো চূড়ান্ত হয়েছে বলে জানানো হয়েছে পিসিবির পক্ষ থেকে। আগামী বছর থেকেই পিএসএল হবে আট দলের। সেই পরিকল্পনা সামনে রেখেই পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি নবায়ের প্রক্রিয়া চালাচ্ছে পিসিবি।
তিনবারের চ্যাম্পিয়ন দল লাহোর কালান্দার্স। দলটির অধিনায়কের দায়িত্বে আছেন শাহীন শাহ আফ্রিদি। এই দলটি আবারও চুক্তি নবায়ন করায় আনন্দিত পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিও। তিনি মনে করেন পিএসএলকে বিশ্বব্যপি জনপ্রিয় করে তুলতে এই ফ্র্যাঞ্চাইজিটি বড় ভূমিকা রেখেছে।
তিনি এক বিবৃতিতে বলেছেন, 'লাহোর কালান্দার্স তাদের বর্তমান পরিচালনায়ই থাকবে—এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আতিফ রানা ও সামিন রানা কঠোর পরিশ্রম করে এই দলকে দেশের ঘরে ঘরে পরিচিত করেছে, বিশ্বজুড়ে বানিয়েছে শক্তিশালী ব্র্যান্ড।'
সোমবার নতুন চুক্তি নবায়ন করেছে পেশোয়ার জালমিও। তারা ২০১৭ সালের পিএসএল চ্যাম্পিয়ন এবং লিগের অন্যতম জনপ্রিয় দল। দলটির মালিকানায় আছেন জাভেদ আফ্রিদি। সাফল্যের বিচারে তারা লাহোরের ধারাকাছে না থাকলেও টুর্নামেন্টের অন্যতম জনপ্রিয় দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে জালমি।
গত মৌসুমে পিসিবির তথ্য অনুযায়ী, পিএসএলের সবচেয়ে বেশি দর্শক ম্যাচ দেখেছেন পেশোয়ার জালমির। ১০ মৌসুমের জন্য আবারও চুক্তি নবায়ন করায় জালমির প্রশংসা করে নাকভি বলেন, 'জালমি ব্র্যান্ডকে পাকিস্তানের অন্যতম প্রশংসিত ক্রীড়া প্রতিষ্ঠানে পরিণত করতে তার (জাভেদ আফ্রিদি) নেতৃত্ব ছিল অসাধারণ। পিএসএলের বিকাশে তার দৃষ্টি ও প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন চুক্তি তারা লিগের ভবিষ্যৎ সম্ভাবনার ওপর দৃঢ় বিশ্বাসেরই প্রতিফলন।'