এক সপ্তাহ পর সিদ্ধান্ত পরিবর্তন হলে কী জবাব দেবেন, জানতে চাওয়া তামিমের
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। লিটন দাসদের ম্যাচগুলো যাতে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হয় সেটার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে লজিস্টিক জটিলতায় একমাস আগে এমন সিদ্ধান্ত নেয়া প্রায় অসম্ভব। তবুও নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। তামিম ইকবাল মনে করেন, যেকোন সিদ্ধান্ত নেয়ার আগে বাংলাদেশের ক্রিকেটের লাভ চিন্তা করা উচিত। সেই সঙ্গে আলোচনা করে সমাধান করার পরামর্শও দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।