বিশ্বকাপেও ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ তানজিদের
টি-টোয়েন্টিতে স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন তানজিদ হাসান তামিম। টি-টোয়েন্টিতে ১ হাজার ২০০ রানের বেশি করেছেন এ বছর। এ ছাড়া ছক্কার হাফ সেঞ্চুরিও পূরণ করে ফেলেছেন বাংলাদেশ দলের এই ওপেনার। তার ব্যাটিং ও ফিল্ডিং নৈপুণ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।