নিলামের আগে বিপিএলে দল পেলেন যারা
বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে আলোচনার প্রথম দিনেই ফ্র্যাঞ্চাইজিদের চাওয়া ছিল টুর্নামেন্টের প্রথম দুই আসরের মতো আবারও নিলাম পদ্ধতিতে ফিরে যাওয়া। ফ্র্যাঞ্চাইজিদের কথা রাখতেই আইপিএলের আদলে বিপিএলের আগামী আসরেও অনুষ্ঠিত হবে নিলাম। ১৭ নভেম্বর নিলাম হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ২১ নভেম্বরে। দিন দশেক বাকি থাকলেও এরই মধ্যে দল গোছাতে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিরা।