ফের সেঞ্চুরি হাঁকিয়ে কনওয়ে-লাথামের বিশ্বরেকর্ড, লড়ছে ওয়েস্ট ইন্ডিজ
মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে ইতিহাসের অনন্য এক কীর্তি গড়েছেন। ম্যাচের দুই ইনিংসেই দুজন করেছেন সেঞ্চুরি। প্রথম ইনিংসে লাথামের ১৩৭ ও কনওয়ের ২২৭, আর দ্বিতীয় ইনিংসে লাথামের ১০১ ও কনওয়ের ১০০। টেস্ট ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে দুই ওপেনারই দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করলেন।