বিপিএলে খেলতে আসছেন ক্রিস ওকস
এবারের বিপিএলে নবাগত দল সিলেট টাইটান্স। শুরুর দিকে ছন্দে না থাকলেও ঘুরে দাঁড়িয়েছে দলটি। এরই মধ্যে বিপিএলের প্লে অফ নিশ্চিত করেছে তিনটি দল। তাদের একটি ফ্র্যাঞ্চাইজি হচ্ছে সিলেট।
এবারের বিপিএলে নবাগত দল সিলেট টাইটান্স। শুরুর দিকে ছন্দে না থাকলেও ঘুরে দাঁড়িয়েছে দলটি। এরই মধ্যে বিপিএলের প্লে অফ নিশ্চিত করেছে তিনটি দল। তাদের একটি ফ্র্যাঞ্চাইজি হচ্ছে সিলেট।
ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এসেছিলেন টবি রেডফোর্ড। তবে সিলেট পর্ব শেষেই বাংলাদেশ ছেড়েছেন তিনি। আফগানিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে বিপিএল শেষ না করেই চলে গেছেন ইংলিশ এই কোচ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন রেডফোর্ড।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে লিগ পর্বের ১২টি ম্যাচ হওয়ার কথা ছিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। তবে নানান জটিলতায় চট্টগ্রামে বিপিএল নেয়া সম্ভব না হওয়ায় চট্টগ্রামের ম্যাচগুলো সরিয়ে আনা হয় সিলেটে। ২৪ ম্যাচের সিলেট পর্ব শেষ হয়েছে ১২ জানুয়ারি। প্লে-অফের জন্য তিনটি দলও চূড়ান্ত হয়েছে। চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে সেরা চারের টিকিট পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের শুরু থেকেই আলোচনায় চট্টগ্রাম রয়্যালস। বিপিএল শুরুর মাত্র একদিন আগে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ছেড়ে দেয়ন ট্রায়েঙ্গেল সার্ভিসেস। এরপর দলটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পক্ষ থেকে হাবিবুল বাশার সুমনকে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়।
সাব্বির রহমানের পারফরম্যান্স নিয়ে প্রশ্নটা ছিল স্বাভাবিকই। তবে উত্তরে স্বস্তির বদলে উঠে এলো এক ধরনের বিরক্তি। রান কম–বেশি নিয়ে নিজের মূল্যায়ন জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। সংবাদ মাধ্যমে ধীরে ধীরে স্পষ্ট হয়, বিষয়টা আসলে ব্যক্তিগত ফর্মের চেয়ে ব্যাটিং পজিশনকে ঘিরে জমে থাকা অসন্তুষ্টির।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিশ্বায়নের যুগে একটি দেশের ক্রিকেটারের কাছ থেকে আরেক দেশের ক্রিকেটারের শিখে নেয়ার সংস্কৃতি নতুন কিছু নয়। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে খুব বেশি ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেন না। বর্তমানে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বিদেশি লিগে খেলছেন মুস্তাফিজুর রহমান। বিদেশি লিগের সতীর্থদের নিয়মিতই তালিম দিয়ে যাচ্ছেন তিনি। তার কাছ থেকে স্লোয়ার শেখার চেষ্টা করেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগই শেষ ভরসা ক্রিকেটারদের। তবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই ব্যাট হাতে ছন্দে নেই বিশ্বকাপ দলে থাকা বেশিরভাগ ব্যাটার। অধিনায়ক লিটন দাসের ব্যাটেও নিয়মিত রান আসছে না। মাঠে গিয়ে ভালো কয়েকটি শট খেললেও বড় রান করতে পারছেন না ডানহাতি ব্যাটার। লিটনের সমস্যা নিয়ে মিকি আর্থার জানান, বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক কখনো দ্বিধায় ভুগছেন আবার কখনো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন।
আব্দুল গাফফারের ৪ উইকেট আর রিপন মন্ডলের হ্যাটট্রিকে ঢাকা ক্যাপিটালসের ইনিংস থেমেছিল ১৩১ রানে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিমের ঝড়ো ইনিংসে ভর করে ৭ উইকেটের বড় জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। এর মধ্যে দিয়ে বিপিএলের এবারের আসরের প্লে অফ নিশ্চিত হয়ে গেছে ৩ দলের।
সিলেট টাইটান্সের বিপক্ষে মাত্র ১১৪ রানে অল আউট হয়েছে রংপুর রাইডার্স। এমন সংগ্রহের পর ম্যাচটি ছয় উইকেটে হেরেছে রংপুর। পারভেজ হোসেন ইমনের অপরাজিত হাফ সেঞ্চুরিতে সহজেই জয়ের দেখা পায় সিলেট। এই জয়ে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠেছে সিলেট।
বিপিএলের চলতি আসরে টানা পাঁচ ম্যাচ খেললেও নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের একাদশে ছিলেন না তাসকিন আহমেদ। ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে এসে মোহাম্মদ মিঠুন জানালেন, হাঁটুর চোটের কারণে একাদশে রাখা হয়নি ডানহাতি পেসারকে। বিশ্বকাপের আগে সতর্কতার স্বার্থে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে তাকে। ঢাকা পর্বে তাসকিনকে পাওয়া যাবে কিনা সেটার নিশ্চয়তা দিতে পারেননি মিঠুন।
সিলেট টাইটান্সের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেললেও ঢাকা ক্যাপিটালসকে জেতাতে পারেননি রহমানউল্লাহ গুরবাজ। সেই ম্যাচের পরদিন সকালে আফগানিস্তানের ওপেনারের রুমে হানা দিয়েছে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট। আগে থেকে না জানিয়ে এভাবে হুট করে রুমে হানা দেয়ায় ক্ষুব্ধ হন গুরবাজ।
সংবাদ সম্মেলনে আসতে চাইছিলেন না হাসান ইসাখিল। বাবা মোহাম্মদ নবির উৎসাহেই শেষ পর্যন্ত ক্যামেরার সামনে বসা। এর আগেই অবশ্য সম্প্রচারকদের অনুষ্ঠানে বাবা-ছেলেকে একসঙ্গে দেখা গেছে। মাঠে যেমন, মাঠের বাইরেও দিনটা কেটেছে একই সুরে- একসঙ্গে।