বাধ্য হয়ে দুইটি ম্যাচই স্থগিত করতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। যদিও যারা খেলা দেখার জন্য টিকিট কেটেছিলেন তাদের প্রায় সবাই মাঠে এসেছিলেন খেলা দেখতে। গ্যালারিতে অল্প কিছু সংখ্যক দর্শক থাকলেও গেইটের বাইরে ছিলেন হাজার কয়েক। টিভি পর্দার সামনেও অপেক্ষায় ছিলেন অনেকে। খেলা দেখতে না পারায় স্টেডিয়ামের বাইরে ভাংচুর করেছেন অনেকে দর্শক।
ম্যাচ দুইটি না হওয়ায় টিকিটের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। টিকিটের টাকা ফেরত পাওয়ার উপায় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসকল দর্শক ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে নির্ধারিত ম্যাচের টিকিট ক্রয় করেছেন, তারা টিকিট ক্রয়ের সময় ব্যবহৃত GOBCBTICKET.COM.BD প্ল্যাটফর্মে প্রবেশ করে MY TICKET অপশনের অধীনে থাকা REPORT ISSUE সেকশনের মাধ্যমে REFUND CLAIM জমা দিয়ে টিকিটের মূল্য ফেরতের জন্য আবেদন করতে পারবেন ‘
সেই সঙ্গে নিশ্চিত করা হয়েছে ১৫ জানুয়ারির টিকিট দিয়ে ১৬ জানুয়ারির ম্যাচ দুইটি দেখা যাবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ যে, ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের জন্য ক্রয়কৃত টিকিট ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত কোনো ম্যাচের জন্য প্রযোজ্য হবে না।’
এদিকে বিপিএলের ম্যাচ দুইটি স্থগিত হওয়ায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, ‘সমর্থকদের প্রতি আমরা দুঃখিত, কারণ সমর্থকদের জন্যই খেলায় উন্নতি হয়, খেলোয়াড়রা খেলে। তাদের জন্য সব আয়োজন। আমরা ইমিডিয়েটলি সব টিকেট রিফান্ড করে দিয়েছি। আর যেসব হয়ে গেছে, তা তো ফেরত আসবে না। একরম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আসলে সবার জন্যই প্রথম। এজন্য ‘সরি’ বলা ছাড়া আমার আর কিছু বলার নেই।’
কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনও ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘ক্রিকেটারদের পক্ষ থেকে বলতে চাই, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, আমাদের কারও কাম্য ছিল না। কোয়াবের সভাপতি হিসেবে ক্রিকেটারদের পক্ষ থেকে আমাদের দর্শকদের… উনারা ছাড়া ক্রিকেট চলবে না, ক্রিকেটের প্রাণ উনারা…আমাদের সকল ক্রিকেটারের পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করছি।’