রংপুরের হয়ে অধিনায়ক হিসেবে গ্লোবাল সুপার লিগের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন সোহান। তবে এবারের বিপিএলটা ব্যাট হাতে ভালো যাচ্ছে না সোহানের। এ কারণেই দলের কথা চিন্তা করে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার।
এ প্রসঙ্গে রংপুরের প্রধান কোচ মিকি আর্থার বলেন, 'আমি রংপুর রাইডার্স ক্যাম্পের ভেতরের একটি পরিবর্তনের খবর জানাতে চাই। সোহান (নুরুল হাসান সোহান) কয়েক দিন আগে আমার কাছে এসে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। সে অনুভব করেছে যে তার নিজের পারফরম্যান্সের ওপর আরও মনোযোগ দেওয়া প্রয়োজন।'
সোহানের প্রশংসা করে তিনি আরও যোগ করেন, 'এটি আসলে প্রকাশ করে সে মানুষ হিসেবে কতটা নিঃস্বার্থ যে নিজের ব্যক্তিগত ইচ্ছার চেয়ে দলকে আগে প্রাধান্য দিয়েছে। সে চেয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির জন্য সেরাটা দিতে এবং সেজন্যই সে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।'
বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। রংপুরের হয়েও পারফর্ম করছেন তিনি। তার মতো অভিজ্ঞ একজনকে অধিনায়ক হিসেবে বেছে নিতে কোনো ভাবনায় পড়তে হয়নি বলে জানিয়েছেন আর্থার। লিটনের নেতৃত্বগুণেরও প্রশংসা করেছেন মিকি আর্থার।
তিনি বলেন, 'সৌভাগ্যবশত আমাদের সাথে জাতীয় দলের অধিনায়ক আছেন, তাই আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই টুর্নামেন্টের বাকি সময় লিটন দাস আমাদের দলকে নেতৃত্ব দেবেন। কারণ সে জাতীয় দলের অধিনায়ক, এটি খুবই সহজ একটি পছন্দ ছিল। লিটন যেভাবে ক্রিকেট খেলে এবং তার যে আক্রমণাত্মক মানসিকতা তা আমার খুব পছন্দ।'