কামব্যাক করার যথেষ্ট সুযোগ এখনো আছে: লিটন

বিপিএল
রংপুরের জার্সিতে লিটন দাস, বিসিবি
রংপুরের জার্সিতে লিটন দাস, বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিপিএলের মাঝ পথে রংপুর রাইডার্সের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন নুরুল হাসান সোহান। দলটির নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন লিটন দাস। অধিনায়ক হিসেবে প্রথমদিন সংবাদ সম্মেলনে এসেই তিনি জানিয়েছেন তাদের প্রধান লক্ষ্য সুপার ফোর নিশ্চিত করা।

বিপিএলের এবারের আসরের সুপার ফোরে নিজেদের জায়গা নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। রংপুরের প্লে অফে যাওয়া এখনও বিভিন্ন যদি কিন্তুর ওপর নির্ভর করছে। যদিও আর এক ম্যাচ জিতলেই তারা সেই সুযোগ পেয়ে যাবে।

এমন কঠিন মুহূর্তে অধিনায়কত্ব নিয়ে লিটন বলেছেন, 'আমার কাছে এটি খুব বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে না। কারণ আমরা একটি ম্যাচ জিতলেই সুপার ফোরে। সেখানে পৌঁছানো আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। এরপর ম্যাচ ধরে ধরে এগোতে পারলে ফাইনালে যাওয়ার সুযোগ আসবে। আমাদের কামব্যাক করার যথেষ্ট সুযোগ এখনো আছে।'

চলতি বিপিএলে ৮ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে রংপুর। তাদের নিচে আছে কেবল ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। লিটন মনে করেন তারা শেষদিকে গিয়ে বেশ কয়েকটা ম্যাচ না হারলে চিত্র ভিন্ন হতে পারতো। এ কারণেই তারা পিছিয়ে গেছেন।

তিনি বলেন, 'আমরা যে খুব খারাপ ক্রিকেট খেলেছি তা না, তবে ক্রিকেটে লাক ফেভারের বিষয় থাকে। হয়তো ওই জায়গায় পিছিয়ে গেছি। নতুন ভেন্যু, নতুন চ্যালেঞ্জ, চেষ্টা করব ভালো কিছু দেওয়ার। আমরা দুইটা ম্যাচ এমন গিয়েছি যে জেতা ম্যাচ হেরে গেছি। আরেকটু লাক ফেভার করলে বা স্মার্ট ক্রিকেট খেললে পয়েন্ট টেবিলে আমরা এক-দুইয়ের ভেতর থাকতাম।'

এবারের বিপিএলে ব্যাট হাতে খুব একটা ধারাবাহিক নন লিটন। ৮ ম্যাচে ১৬২ রান করেছেন তিনি। পাননি কোনো হাফ সেঞ্চুরির দেখা। সর্বোচ্চ ইনিংসটি ৩১ বলে ৪৭ রানের। চলতি বিপিএলে নিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে এমন ইনিংস খেলেছিলেন তিনি। বাকি ম্যাচগুলোতে নিজের সেই রান আর পেরিয়ে যেতে পারেননি লিটন।

ভালো পারফরম্যান্সের জন্য চেষ্টার কোনো কমতি রাখছেন না জানিয়ে লিটন বলেন, 'চেষ্টার তো কখনো কমতি থাকে না। একজন ব্যাটসম্যান হিসেবে যখন খেলেছি, ১০০ পারসেন্ট দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই একজন অধিনায়ক হিসেবে দায়িত্ব একটু বেশি থাকবে। তবে ব্যাটিং করার সময় আমি একজন ব্যাটসম্যানই, আমার কাজই থাকবে রান করা। চেষ্টা করব ওখান থেকে ১০০ পারসেন্ট দেওয়ার।'

আরো পড়ুন: