পিছিয়ে গেল কোয়াবের প্রেস কনফারেন্সের সময়

বিপিএল
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকেটারদের আল্টিমেটামের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেননি এম নাজমুল ইসলাম। এমন অবস্থায় বিপিএলের ম্যাচ বাদ দিয়ে দুপুর একটায় হোটেল শেরাটনে প্রেস কনফারেন্সের ডাক দিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

কদিন আগে তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলেছিলেন নাজমুল। সেই মন্তব্যের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে হয় বিসিবির পরিচালককে। নতুন করে সমালোচনার জন্ম দিয়েছেন ক্রিকেটারদের বেতন নিয়ে বিতর্কিত মন্তব্য করে। বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেয়া হবে কিনা, এমনটা জানতে চেয়েছিলেন সাংবাদিকরা।

এমন প্রশ্নের জবাবে নাজমুল বলেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’

বিসিবির পরিচালকের এমন মন্তব্যের প্রতিবাদ জানায় কোয়াব। এমনকি বিপিএলের ম্যাচ শুরুর আগে উনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধের হুমকিও দিয়েছে ক্রিকেটারদের সংগঠন। তাদের এমন হুমকির পর মাঝ রাত পর্যন্ত ক্রিকেটারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেছেন বিসিবির কয়েকজন পরিচালক। যদিও ক্রিকেটাররা তাদের অবস্থানে অনড় ছিলেন।

সাধারণ ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে মাঠে যান ক্রিকেটাররা। দুপুর একটায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের খেলা হওয়ার কথা থাকলেও দুপুর সাড়ে ১১ টা পর্যন্ত কোন দল মাঠে যায়নি। মাঠে না গিয়ে ক্রিকেটাররা জড়ো হচ্ছেন রাজধানীর শেরাটন হোটেলে।

পরবর্তী সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটারদের মধ্যে একটি বৈঠক করছেন। বৈঠক শেষে দুপুর একটায় শেরাটন হলে প্রেস কনফারেন্স করার কথা ছিল কোয়াবের। তবে নির্ধারিত সময়ে সেটি শুরু হচ্ছে না। জানা গেছে, বেলা আড়াইটা সময় শুরু হতে পারে প্রেস কনফারেন্স

এদিকে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। যেখানে ক্রিকেটারদের বোঝানোর চেষ্টা করেছে হয়েছে যে নাজমুলের মন্তব্য তারা সমর্থন করেন না।

এ প্রসঙ্গে মিঠু বলেন, ‘আমি তো এসেছিলাম, খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। এমনকি আমরা একটা বিবৃতি দিয়েছে যে অনাকাঙ্খিত একটা ব্যক্তিগত মন্তব্য করেছেন। যেটার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এটা তো আমার ব্যাপার না। সভাপতি সাহেব থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। কিন্তু এটার একটা প্রক্রিয়া মানতে হবে। খেলোয়াড়দের আমি বুঝানোর চেষ্টা করেছি যে এটা অনাকাঙ্খিত এবং যে কথাটা উনি বলেছেন এটা আমরা সমর্থন করি না। কিন্তু এটার একটা প্রক্রিয়া আছে, এটার জন্যই অপেক্ষা করছি। তাদের বুঝিয়েছি, যদি মাঠে আসে খেলা হবে।’

আরো পড়ুন: