
৭ সেপ্টেম্বর হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ
পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ই টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, বাংলাদেশ সফরের সঙ্গে বাতিল হতে পারে এ বছর এশিয়া কাপও। ভারতের বাংলাদেশ সফর এখনো ঝুলে থাকলেও এশিয়া কাপ নিয়ে সংশয় অনেকাংশে কেটে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াই জানাচ্ছে, আগামী ৫ সেপ্টেম্বর পর্দা উঠতে পারে এশিয়া কাপের এবারের আসরের। ভারত ও পাকিস্তানের ম্যাচ হতে পারে ৭ সেপ্টেম্বর।