ভারত সিরিজ দিয়েই অ্যাশেজের প্রস্তুতি সারবে মার্শের অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক
ভারত সিরিজ দিয়েই অ্যাশেজের প্রস্তুতি সারবে মার্শের অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বছর শেষে শুরু হতে যাওয়া ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ও ভারত। ভারতের বিপক্ষে সিরিজটিকে অ্যাশেজের প্রস্তুতির জন্য আদর্শ মনে করছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শ।

অক্টোবরের ১৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে মার্শ নেতৃত্ব দেবেন। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এখনো পিঠের চোট কাটিয়ে উঠতে পারেননি, তাই তার জায়গায় দায়িত্ব পালন করবেন মার্শ। ওয়ানডে সিরিজের পরেই মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

মার্শ বলেন, 'অ্যাশেজের আগে ভারতের মতো দলের বিপক্ষে খেলা নিঃসন্দেহে দারুণ ব্যাপার। ভারতের বিপক্ষে আমাদের দারুণ প্রতিদ্বন্দ্বিতা আছে এবং দল হিসেবে তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধাও আছে।'

তিনি আরও যোগ করেন, 'সবাই অ্যাশেজের জন্য নিজেকে প্রস্তুত করছে, তবে ভারতের বিপক্ষে খেলাটা সবসময়ই উপভোগ্য। এটা একেবারেই সঠিক সময় ভারতের সঙ্গে খেলার জন্য। এটা দারুণ কিছু হতে যাচ্ছে।'

এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। শেষবার ফেব্রুয়ারিতে ভারতের হয়ে খেলেছিলেন তারা। ফলে ওয়ানডে সিরিজ ঘিরে দুই দলের জন্যই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

ভারতের অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ ও ২৫ অক্টোবর, অ্যাডিলেড ও সিডনিতে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।

আরো পড়ুন: মিচেল মার্শ