তিনি বড় মঞ্চেই নিজেকে প্রমাণ করেছেন। ম্যাচ শেষে হিলি জানিয়েছেন তিনি নেটেও ছন্দ পাচ্ছিলেন না। মনে হচ্ছিল নিজেকেই হারিয়ে ফেলেছেন তিনি। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে অস্ট্রেলিয়ার হয়ে পারফর্ম করতে পেরে দারুণ খুশি এই ক্রিকেটার। বড় মঞ্চে লড়াইয়ের দিকেই তার মনোযোগ ছিল বলে জানালেন তিনি।
হিলি বলেন, 'যদি কেউ নেটে আমাকে দেখে থাকে, তবে জানে এটা কতটা হতাশাজনক ছিল। মনে হচ্ছিল আমার কোনো ছন্দ নেই, বুঝতে পারছিলাম না কোথায় হারিয়ে ফেলেছি সেটা। তবে মাঠে নামলেই প্রতিযোগিতার ইন্সটিংক্ট কাজ করে এবং তখন শুধু লড়াইয়ের দিকেই মনোযোগ থাকে।'
ভারতের বোলাররা এদিন প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। তবে ভারতের পেসার ক্রান্তি গাউদের বিপক্ষে হিলির রেকর্ড ভালো নয়। আগের কয়েক ম্যাচে তার বলেই বেশ কয়েকবার উইকেট দিয়ে এসেছেন হিলি। এবার সেই চ্যালেঞ্জ জয় করেছেন হিলি। তাই এটাকে নিজের দিন আখ্যা দিয়েছেন হিলি।
তিনি বলেন, 'আমি জানতাম ক্রান্তি আগের সিরিজে আমাকে বেশ কয়েকবার আউট করেছে। তাই এবার ওর সঙ্গে লড়াইটা উপভোগ করতে চেয়েছিলাম। ওই প্রতিযোগিতার মজাটাই আমাকে অনুপ্রাণিত করেছে। আজ আমার দিন ছিল, আশা করি এমনটা চলবে। আর না চললে, দলের অন্য কেউ করবে, এটাই সবচেয়ে ভালো দিক।'
হিলি এ দিন খেলেছেন ১০৭ বলে ১৪২ রানের অবিশ্বাস্য ইনিংস। এমন ইনিংস খেলার পথে ২১টি চার ও ৩টি ছয় মেরেছেন এই অজি ব্যাটার। তার সেই অসাধারণ ইনিংস অস্ট্রেলিয়াকে এনে দিয়েছে গুরুত্বপূর্ণ জয়, যা পয়েন্ট টেবিলেও তাতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে অজিরা।