ভারতের বিপক্ষে পার্থে নেই জাম্পা, প্রথম ২ ম্যাচ খেলা হচ্ছে না ইংলিসের

আন্তর্জাতিক
ভারতের বিপক্ষে পার্থে নেই জাম্পা, প্রথম ২ ম্যাচ খেলা হচ্ছে না ইংলিসের
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চোট থেকে সেরে উঠতে না পারায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডানহাতি উইকেটকিপার ব্যাটারের মতো পাওয়া যাবে না অ্যাডাম জাম্পাকে। যদিও ডানহাতি এই তারকা লেগ স্পিনার শুধু পার্থের প্রথম ওয়ানডে ম্যাচটি মিস করবেন।

আগামী কয়েকদিনের মধ্যে পৃথিবীর আলোয় আসতে পারে জাম্পা ও হ্যারিয়েটের দ্বিতীয় সন্তান। নির্দিষ্ট তারিখ জানা না গেলেও ধারণা করা হচ্ছে প্রথম ওয়ানডের আগেই বাবা হতে পারেন জাম্পা। ওই সময় সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই প্রথম ম্যাচ থেকে নিজেকে সরিয়ে তিনি। স্বাভাবিকভাবে নর্দার্ন নিউ সাউথ ওয়েলসে থাকবেন ডানহাতি এই লেগ স্পিনার। যদিও সেখান থেকে পার্থে যাওয়া একটু কঠিন।

ধারণা করা হচ্ছে অ্যাডিলেড ও সিডনিতে হতে যাওয়া দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলবেন জাম্পা। কারণ নর্দার্ন নিউ সাউথ ওয়েলস থেকে পার্থের চেয়ে অ্যাডিলেড ও সিডনিতে যাওয়া তুলনামূলক কম দূরত্বের এবং সহজ। সেই সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাবে অস্ট্রেলিয়ার লেগ স্পিনারকে। জাম্পা না থাকায় প্রথম ওয়ানডের দলে ডাক পেয়েছেন ম্যাথু কুনেমান।

২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর আবারও অস্ট্রেলিয়ার জার্সিতে ওয়ানডে খেলার সুযোগ মিলতে পারে তাঁর। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইন, ওয়েস্ট ইন্ডিজ সফর, ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজ ও নিউজিল্যান্ড সফরে ছিলেন কুনেমান। সবশেষ জুলাইয়ে জ্যামাইকাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।

সবশেষ নিউজিল্যান্ড সফরে পেশির চোটে পড়েছিলেন ইংলিস। সেই চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। যার ফলে পার্থ ও অ্যাডিলেডে হতে যাওয়া প্রথম দুই ওয়ানডেতে পাওয়া যাবে না তাকে। ধারণা করা হচ্ছে, সিডনি ম্যাচের আগে সেরে উঠতে পারবেন তিনি। প্রথম ওয়ানডেতে পাওয়া যাচ্ছে না অ্যালেক্স ক্যারিকেও। যদিও এটা আগেই চূড়ান্ত ছিল।

অ্যাশেজের প্রস্তুতি নিতে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলবেন ক্যারি। দ্বিতীয় ওয়ানডে থেকে পাওয়া যাবে তাকে। ক্যারি ও ইংলিস না থাকায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাকা হয়েছে জশ ফিলিপেকে। ২০২১ সালের পর থেকে ওয়ানডে খেলেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সফরে ক্যারির নেতৃত্বে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলেছিলেন ফিলিপে।

আরো পড়ুন: অ্যাডাম জাম্পা