মঙ্গলবার দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। কিন্তু সিরিজ জয়ের চেয়ে বেশি আলোচনা হয়েছে রোহিত ও কোহলিকে ঘিরে। তাদের নিয়ে টিম ম্যানেজমেন্ট কী ভাবছে, সেটি জানতে চাওয়া হয় কোচ গৌতম গম্ভীরের কাছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণ থেকে অবসর নেন রোহিত ও কোহলি। এরপর মে মাসে টেস্ট থেকেও বিদায় নেন তারা। বর্তমানে তারা কেবল ওয়ানডে ফরম্যাটেই সক্রিয় আছেন। তবে এতদিন আন্তর্জাতিক ওয়ানডে খেলেননি দুজনের কেউই।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর দীর্ঘ বিরতি শেষে আসন্ন অস্ট্রেলিয়া সফর দিয়েই ওয়ানডে দলে ফিরছেন রোহিত ও কোহলি। যদিও দলে জায়গা পেলেও অধিনায়কত্ব হারিয়েছেন রোহিত। টেস্টের পর ওয়ানডেতেও ভারতের অধিনায়কত্ব তুলে দেয়া হয়েছে শুভমান গিলের কাঁধে।
রোহিত ও কোহলির ভবিষ্যৎ নিয়ে তাই আলোচনা বেড়েছে। অনেকেই মনে করছেন, অস্ট্রেলিয়ায় নিজেকে প্রমাণ করতে না পারলে হয়তো আর দলে জায়গা নাও পেতে পারেন তারা। সামনে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে কেন্দ্র করেই এগোচ্ছে ভারতের প্রস্তুতি।
বিশ্বকাপ পরিকল্পনায় রোহিত-কোহলি আছেন কি না, এমন প্রশ্নে গম্ভীর বলেন, 'দেখুন, ৫০ ওভারের বিশ্বকাপ এখনও আড়াই বছর দূরে। আমার মনে হয়, বর্তমানে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ।'
'অবশ্যই তারা উঁচু মানের ক্রিকেটার, দলে ফিরছে, অস্ট্রেলিয়ায় তাদের অভিজ্ঞতাও কাজে লাগবে। আশা করি, সফল একটি সফর কাটবে তাদের, আরও গুরুত্বপূর্ণ হলো, দল হিসেবে সফল সিরিজ কাটবে আমাদের।'