কুলদীপের ৫ উইকেট, ফলো-অনে পড়ে ওয়েস্ট ইন্ডিজের লড়াই

আন্তর্জাতিক
কুলদীপের ৫ উইকেট, ফলো-অনে পড়ে ওয়েস্ট ইন্ডিজের লড়াই
কুলদীপ যাদবের আরেকটি উইকেট, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
কুলদীপ যাদবের পাঁচ উইকেটের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজকে তাদের প্রথম ইনিংসে ২৪৮ রানে থামিয়েছে ভারত। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে জন ক্যাম্পবেল এবং শাই হোপের হাফ সেঞ্চুরিতে দুই উইকেটে ১৭৩ রান করেছে ক্যারিবিয়ানরা। এখনো ৯৭ রানে পিছিয়ে আছে দলটি। গত ম্যাচে ফলো অনে পড়ে ইনিংস ব্যবধানে হারলেও এবার অবশ্য লড়াই করছে দলটি।

দিল্লিতে ভারতের করা ৫১৮ রানের জবাব দিতে নেমে চার উইকেটে ১৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতেই দেড়শ রানের গণ্ডি পার করে দলটি। কিন্তু মধ্যাহ্নভোজে যাওয়ার আগেই চার উইকেট হারায় ক্যারিবিয়ানরা।

৫৭ বলে ৩৬ রান করা শাই হোপকে বোল্ড করেন কুলদীপ। এর একটু পর টেভিন ইমলাচকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। ৬৭ বলে ২১ রান করা টেভিন ব্লক করতে গিয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

দলীয় ১৭৪ রানে ফিরে গেছেন ১৭ রান করা জাস্টিন গ্রেভস। কুলদীপের টসড আপ ডেলিভারিতে রিভার্স খেলতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি। স্কোরবোর্ডে আর এক রান যোগ হতে ফিরে যান জোমেল ওয়ারিক্যান।

পাঁচ বলে এক রান করা ওয়ারিক্যান ড্রাইভ করতে গিয়ে মোহাম্মদ সিরাজের অফ স্টাম্প তাক করা বলে বোল্ড হন। শেষদিকে খারি পিরের ৪৬ বলে ২৩, জেইডেন সিলসের ২৫ বলে ১৩ এবং অ্যান্ডারসনের ৯৩ বলে অপরাজিত ২৪ রানের ইনিংসে আড়াইশ রানের কাছাকাছি পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ।

১৪০ কিমি গতিবেগের বলে পিরেকে অফস্টাম্প ছাড়া করেন জসপ্রিত বুমরাহ। তারপর সিলসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে পাঁচ উইকেট পূরণ করেন কুলদীপ। মাত্র ৮২ রান খরচা করেন তিনি। এরপর ফলো-অনে পড়ে আবারো ব্যাটিংয়ে নামলেও শুরুতে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

নবম ওভারে দলটি হারায় ত্যাগনারায়ন চন্দরপলের উইকেট। সিরাজের বলে মিডউইকেটে ক্যাচ দেন ১০ রান করা এই ওপেনার, ডাইভ দিয়ে ক্যাচটি লুফে নেন শুভমান গিল। এরপর ৩৫ রানের মধ্যে অ্যালিক আথানেজের উইকেট হারায় দলটি।

ওয়াশিংটন সুন্দরের বলে মিডল স্টাম্প হারান সাত রান করা আথানেজ। দিনের বাকি সময়টা নিরাপদে পার করেন ক্যাম্পবেল এবং হোপ। দুজনই হাফ সেঞ্চুরি তুলে নেন। ক্যাম্পবেল ১৪৫ বলে ৮৭ এবং হোপ ১০৩ বলে ৬৬ রানে ব্যাটিংয়ে থেকে দিন শেষ করেন।

আরো পড়ুন: কুলদীপ যাদব