
আজিজুল হাকিমের সেঞ্চুরিতে গুলশানের জয়
নাইম শেখ, শাহাদাত হোসেন দিপু, শামীম হোসেন পাটোয়ারির মতো ব্যাটারদের নিয়ে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে দাঁড়াতেই পারেনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মেহেদী হাসান, আসাদুজ্জামান পায়েল, নিহাদ উজ জামানের বোলিংয়ের বিপক্ষে প্রাইম ব্যাংকের ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। আঁটসাঁট বোলিংয়ে প্রাইম ব্যাংককে মাত্র ২০৩ রানেই আটকে দেয় গুলশান। সহজ লক্ষ্য তাড়ায় জয়টা কঠিন হওয়ার কথা ছিল না তাদের।