promotional_ad

জাতীয় দলে ফেরার স্বপ্ন নাসিরের, দুষলেন আগের নির্বাচকদের

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাসির হোসেন, ক্রিকফ্রেঞ্জি
আইসিসির দেয়া নিষেধাজ্ঞা শেষে আবারও মাঠে ফিরেছেন নাসির হোসেন। সোমবার তিনি রূপগঞ্জ টাইগার্সের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন। বল হাতে দলের হয়ে অবদানও রেখেছেন তিনি। দীর্ঘদিন নিষেধাজ্ঞার কারণে ক্রিকেটের বাইরে থাকলেও এই অলরাউন্ডার এখনও স্বপ্ন দেখেন জাতীয় দলে ফেরার।

promotional_ad

যদিও পর্যাপ্ত সুযোগ না পাওয়ার কারণে আগের নির্বাচকদের প্রতি ক্ষোভ জানিয়েছেন  নাসির। সোমবার রূপগঞ্জের ম্যাচ শেষে নাসির জানিয়েছেন তিনি পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান আবার। সেই পারফরম্যান্স যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মূল্যায়ন করে তাহলে জাতীয় দলে ফিরবেন বলে আশাবাদী নাসির।


আরো পড়ুন

নাসিরের প্রত্যাবর্তনের দিনে গাজী ক্রিকেটার্সকে হারাল রূপগঞ্জ

৯ ঘন্টা আগে
দেড় বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন নাসির হোসেন, ক্রিকফ্রেঞ্জি

তিনি বলেছেন, 'যারা ক্রিকেট খেলে, জাতীয় দলে খেলার জন্যই খেলে। আমিও স্বপ্ন দেখি। এটা বিশ্বাস করি, এখনও সুযোগ আছে। যদি পারফর্ম করতে পারি, অবশ্যই জাতীয় দলে খেলতে পারব। আপনি পারফর্ম করলে সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে, তাহলে আপনি পারফর্ম করতে পারবেন।'


২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের টি-টেন লিগে ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। ২০২৩ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। বিস্তর তদন্তের পর জানা যায় আইফোন উপহার নেওয়াসহ বেশ কিছু আইসিসির দুর্নীতি বিরোধী নীতিমালা ভঙ্গ করেছেন এই ক্রিকেটার।



promotional_ad

তিনটি ধারায় গত বছরের জানুয়ারিতে নাসিরকে নিষিদ্ধ করে আইসিসি। দেড় বছরের মূল নিষেধাজ্ঞার সঙ্গে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেয়া হয় তাকে। সব মিলিয়ে তাকে নিষিদ্ধ করা হয়েছিল দুই বছরের জন্য। সেই নিষেধাজ্ঞা থেকেই মুক্ত হয়ে আবারও ক্রিকেটে ফিরলেন নাসির। 


আরো পড়ুন

উইলিয়ামস-আরভিনকে ফিরিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

১ ঘন্টা আগে
চোট কাটিয়ে ফিরেছেন শন উইলিয়ামস

নিষেধাজ্ঞার আগে পর্যাপ্ত সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে নাসির বলেন, 'যদি দেখেন, যেবার আমি বিপিএল ভালো খেললাম, এরপর কিন্তু "এ" দল বা  বাংলা টাইগার্স বা প্রস্তুতি ম্যাচ— কোথাও আমাকে ডাকেনি। তো আপনি যদি পারফর্ম করার পর এসব জায়গায় না ডাকে, তাহলে জাতীয় দলে কীভাবে খেলবেন? অবশ্যই স্বপ্ন দেখি জাতীয় দলে খেলার। এটা বিশ্বাস করি, পারফর্ম করলে অবশ্যই সুযোগ আসবে।'


২০২৩ বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে আসলেই ভালো পাফরম্যান্স করেছিলেন নাসির। ১২ ম্যাচে ৪৫.৭৫ গড়ে ও ১২০ স্ট্রাইক রেটে ৩৬৬ রান নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টের ষষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারি। সেই সঙ্গে বল হাতে নিয়েছিলেন ১৬ উইকেট। নাসিরের ধারণা নির্বাচকদের রোষানলে পড়ে অনেক ক্রিকেটারেরই ক্যারিয়ার শেষ হয়ে যায়। বাংলাদেশের নির্বাচকরা লম্বা সময় ধরে একই পদ আঁকড়ে ধরেছিলেন। সেক্ষেত্রে তারা তাদের অপছন্দের ক্রিকেটারদের ক্যারিয়ার শেষ করে দিয়েছেন বলে দাবি নাসিরের।



তিনি বলেন, 'আপনি যখন নির্বাচক প্যানেলে থাকবেন... যদি বাইরের দেশে দেখেন, দুই বছর পরপর নির্বাচক প্যানেল বদলায়। ধরুন, আমি নির্বাচক হিসেবে আছি। আমার চোখে কিন্তু সবাইকে সমান ভালো লাগবে না। এটাই স্বাভাবিক। দুই বছর পরপর বদলালে, আমার চোখে যাকে ভালো লাগত না, অন্য কারও চোখে তাকে ভালো লাগতেও পারে।'


'আপনি যদি এখন নয়-দশ বছর ধরে একই জায়গায় থাকেন, যাকে ভালো লাগবে না, তার তো ক্যারিয়ারই শেষ হয়ে গেল প্রায়! আমি মনে করি, আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। আমি যদি পাঁচটা সুযোগ পাই, বাকিদেরও পাঁচটা সুযোগই পাওয়া উচিত। এমন না হয় যেন, ওরা ২০টা সুযোগ পেল, আমি পাঁচটা সুযোগ পেলাম।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball