promotional_ad

আবাহনী-মোহামেডান ম্যাচের উত্তেজনা হারিয়ে যাওয়ার কারণ জানা নেই শান্তর

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচে শনিবার মুখোমুখি হতে যাচ্ছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচটি বহন করছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের ঐতিহ্য ও মর্যাদাও। ফলে ক্রিকেটার থেকে সমর্থক সবার কাছেই এই ম্যাচের গুরুত্ব অনেক।

promotional_ad

লিগের পয়েন্ট টেবিলের নিরিখেও এই ম্যাচটি এবার বাড়তি গুরুত্ব পাচ্ছে। ১৮ পয়েন্ট নিয়ে এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান। আবাহনীকে হারাতে পারলে দুই দলেরই পয়েন্ট সমান হবে। ফলে এই ম্যাচ জিতে শীর্ষে থেকে সুপার লিগে যাওয়ার জোর সম্ভাবনা তৈরি করবে তাওহীদ হৃদয়ের দল।


আরো পড়ুন

কেন শান্ত, কেন নেই মিরাজ, ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

৪ মে ২৫
নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ

আবাহনী-মোহামেডানের লড়াই ঠিক আগের মতো থাকলেও সেই আমেজটা নেই। দর্শকদের আগ্রহও থাকে না এই ম্যাচ নিয়ে। তবে আবাহনীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাওয়া দর্শকরা আবারও আগের মতো ক্রিকেটারদের সমর্থন দিতে আসবেন এমন উত্তেজনাপূর্ণ ম্যাচে। তবে দর্শকদের আগ্রহ হারিয়ে যাওয়ার কারণ অজানা শান্তর।


মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে শান্ত বলেছেন, 'আশা তো থাকে উত্তেজনাটা থাকুক। হ্যাঁ, সত্য আগের মতো ওই উত্তেজনা নেই। আগের মতো হয়ত মোহামেডান-আবাহনীর খেলা দর্শকরা দেখতেও আসে না। কিন্তু আমি যখন শুরু করেছিলাম ২০১৫-১৬ সালের দিকে তখনও দেখতাম গ্যালারিতে কিছু মানুষ আসতেন।'


promotional_ad



আরো পড়ুন

১৩ বছরে ৯ শিরোপা জিতেছি, ডেডিকেশন ছিল আবাহনীতেই খেলার: মোসাদ্দেক

২৯ এপ্রিল ২৫
আবাহনীর অনুশীলন জার্সিতে মোসাদ্দেক হোসেন

`ওই জিনিসটা কমার কারণ আমার কাছে আসলে উত্তরটা নাই। কিন্তু আমার মনে হয় এখনও আবাহনী-মোহামেডানের খেলা যখন হয় ওইরকম উত্তেজনা তো থাকে খেলোয়াড়দের মাঝে। খেলোয়াড়রা যেমন রোমাঞ্চিত থাকে, আমার মনে হয় দর্শকরাও থাকে। খেলা কিন্তু প্রতিযোগিতামূলক হয়। আমি আশা করব দর্শকরা আগে যেভাবে আসতেন ওইভাবে এই ম্যাচটা আসবেন এবং খেলোয়াড়দের সাপোর্ট করবেন।'


শান্ত জানিয়েছেন ছোট থেকেই আবাহনী-মোহামেডানের হয়ে খেলার স্বপ্ন দেখতেন তিনি। আবাহনীতে খেলার আশা পূরণ হয়েছে আগেই। তাই নিজেকে ভাগ্যবান মনে করছেন এই তারকা ব্যাটার। এখন তিনি দলটির অধিনায়ক। তবে এখনও মোহামেডানে খেলার সুযোগ হয়নি শান্তর। এই দুই দলের লড়াইয়ের আগে তাই স্মৃতির ঝাঁপি খুলে দিয়েছেন তিনি।


শান্ত বলেছেন, 'সত্যি বলতে দুই দল নিয়েই আমার আইডিয়া ছিল এরকম দুইটা দল আছে আবাহনী এবং মোহামেডান। আমার ছোটবেলা থেকেই একটা ইচ্ছা ছিল—এ দুই দলে একদিন খেলব। আমি আবাহনীর ফ্যান বা মোহামেডানের ফ্যান জিনিসটা এরকম না। এই দুই দলের মধ্যে খেলার একটা ইচ্ছা ছিল। এই দুই দল যেভাবে খেলতো লিগটা, যেভাবে প্রতি বছর খেলা হয়।'


`অনেক দল আছে কিন্তু এই দুই দলেরই নাম শোনা যেতো, রেজাল্ট করুক আর না করুক। তো ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল এই দুই দলের ভেতরে যেকোনো একটা দলে তো খেলতে চাই। ভাগ্যক্রমে, আলহামদুলিল্লাহ আবাহনীতে খেলতে পারছি। অনেক বছর ধরে। উপভোগ করছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball