বিকেএসপিতে অসুস্থ হয়ে হাসপাতালে আম্পায়ার গাজী সোহেল

ছবি: বিকেএসপিতে অসুস্থ হয়ে হাসপাতালে আম্পায়ার গাজী সোহেল, ফাইল ফটো

এই আম্পায়ারকে নেয়া হয়েছে বিকেএসপির হাসপাতালে! মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করছিলেন তিনি। সকাল থেকে খারাপ লাগায় আর মাঠেই নামা হয়নি তার।
জাহিদুজ্জামানের সেঞ্চুরি ছাপিয়ে গাজীর নায়ক লেগ স্পিনার ওয়াসি
১৩ ঘন্টা আগে
হাসপাতাল সূত্রে জানা গেছে গত রাতে ঘুম কম হয়েছে তার। চৈত্রের গরম সহ্য করতে না পেরে মাঠেই মাথা ঘুরায় এই আম্পায়ারের। বর্তমানে বিকেএসপি'র জরুরি বিভাগে ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন তিনি।

এ নিয়ে বিসিবির এক কর্মকর্তা ক্রিকফ্রেঞ্জিকে বলেন, ‘মাঠে আসার পর থেকেই তিনি অনেক অসুস্থ অনুভব করছিলেন। পরে তিনি আর মাঠে নামেননি। তার পরিবর্তে রিজার্ভ আম্পায়ার দায়িত্ব পালন করছে। হাসপাতালে পর্যবেক্ষণে আছেন তিনি।’
ঘরোয়ার পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচেও নিয়মিত আম্পায়ারিং করতে দেখা যায় গাজী সোহেলকে। এখন পর্যন্ত ৮ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টিতে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি।