promotional_ad

‘কেউ এক লাখ পেয়েছে আবার কেউ ১০ হাজার টাকা পেয়েছে’

পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা, ক্রিকফ্রেঞ্জি
গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচের আগে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে এসেছিলেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। সবাই অনুশীলনে এলেও একাডেমি মাঠে দেখা গেছে কেবলমাত্র ৩-৪জন ক্রিকেটারকে। বাকিদের সবাই জিমে সময় পার করছিলেন। সকাল নাগাদ অনুশীলনে এলেও মাঠের কার্যক্রম না দেখা যাওয়ায় পরবর্তীতে গুঞ্জন তৈরি হয় অনুশীলন বর্জনের।

promotional_ad

একটু পর মুক্তার আলী, জয়রাজ শেখরা নিশ্চিত করেন ডিপিএলের পারিশ্রমিক না পাওয়ায় তারা সবাই মিলে অনুশীলন বর্জন করেছেন। দুপুর পর্যন্ত ক্লাব কর্তৃপক্ষের ইতিবাচক আশ্বাস না পেয়েই এমন সিদ্ধান্ত নেন পারটেক্সের ক্রিকেটাররা। পরবর্তীতে ১৭ জন ক্রিকেটারের স্বাক্ষর সম্বলিত চিঠি নিয়ে বিসিবিতে যান তারা। যদিও বিসিবির অফিসে গিয়ে প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজনকে পাননি তারা। 


আরো পড়ুন

ব্যাটে-বলে পারটেক্সের জয়ের নায়ক আহরার

১৮ ঘন্টা আগে
বিসিবির জার্সিতে আহরার আমিন

 


 


 


পারিশ্রমিক সমস্যার সমাধান পেতে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গেও দেখা করেছেন মুক্তাররা। যদিও শেষ পর্যন্ত প্রধান নির্বাহীর অফিসে সেই চিঠি জমা দিয়ে গেছেন। মুক্তার জানিয়েছেন, পারিশ্রমিকের সমস্যাটা একদিনের নয়। এমনকি অভিজ্ঞ অলরাউন্ডার নিশ্চিত করেছেন, টাকা না পেলে গাজী ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচও বর্জন করবেন তারা। 


 


 


 


মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুক্তার বলেন, ‘পারিশ্রমিকের সমস্যাটা এক দিনের নয়। আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি ক্লাবের সঙ্গে যোগাযোগ করার। কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজকে যেমন অনুশীলন বয়কট করেছি, কালকের ম্যাচও খেলব না। এবার সবার পারিশ্রমিকই খুবই অল্প। সেই টাকাও আমরা পাচ্ছি না। তাই কালকের ম্যাচ খেলতে যাব না।’


promotional_ad

 


আরো পড়ুন

জাহিদুজ্জামানের সেঞ্চুরি ছাপিয়ে গাজীর নায়ক লেগ স্পিনার ওয়াসি

১৩ ঘন্টা আগে
জাহিদুজ্জামান খান (বামে) এবং ওয়াসি সিদ্দিকী (ডানে), ক্রিকফ্রেঞ্জি

 


 


‘এই দলের পারিশ্রমিক এমনিতেই খুব কম। যারা খেলছি, মূলত প্রিমিয়ার লিগটা খেলার জন্য খেলছি। এখানে শতাংশের হিসেবে বলাও মুশকিল। কেউ হয়তো এক লাখ পেয়েছে, কেউ আবার দশ হাজার। চার-পাঁচ জনের মতো পঞ্চাশ ভাগ পেয়েছে। বাকিদের ১০ বা ২০ ভাগ দেওয়া হয়েছে।’


 


 


 


ডিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে হেরেছিলেন সাব্বির রহমানরা। তবে পরের ম্যাচে প্রাইম ক্রিকেট ক্লাবের বিপক্ষে চমক দেখায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। আলাউদ্দিন বাবুর ৭ ছক্কা ও ৫ চারে ৩২ বলে অপরাজিত ৭৮ রানের অবিশ্বাস্য ইনিংস জয় পায় তারা। পরের চার ম্যাচে অবশ্য জিততে পারেনি পারটেক্স। জয়ের খরা কাটে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। এক উইকেটের জয় পাওয়ার পরের দুই ম্যাচেই সুবিধা করতে পারেননি তারা।


 


সবমিলিয়ে ৯ ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে পারটেক্স। ক্রিকেটারদের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছেন না ক্লাব কর্তৃপক্ষরা। গুঞ্জন আছে পারিশ্রমিকের জন্য যারা খেলবেন না তাদের ছাড়াই গাজী ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে দল নামানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। এমন অবস্থায় উইকেটকিপার ব্যাটার জয়রাজও নিশ্চিত করেছেন, পারটেক্স নতুন কয়েকজন ক্রিকেটারকে নিবন্ধন করাচ্ছেন।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রমজান মাসে এত গরমের মধ্যে খেলেছি আমরা। টাকা চাইতে গেলে উল্টো আমাদের নামে অভিযোগ করার হুমকি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। আজকে সিসিডিএমে চিঠি দিতে গিয়ে দেখি নতুন ক্রিকেটার নিবন্ধন করাচ্ছে তারা। আগামীকালের ম্যাচে কারা খেলে, সেটি দেখলেই বুঝতে পারবেন এই দলের মধ্যে আরও সমস্যা আছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball