ডিপিএলে ২ বিদেশির প্রস্তাব, চ্যাম্পিয়নরা পাবে ১৫ লাখ টাকা

ছবি: ফাইল ছবি

ডিপিএলে একটা সময় বিদেশি তারকার কমতি না থাকলেও বর্তমানে দেশের ঘরোয়া টুর্নামেন্টে বিদেশিই খেলাচ্ছে না ক্লাবগুলো। ডলার–সংকটের জেরেই ২০২৩-২৪ মৌসুমের আগে বিদেশি ক্রিকেটার খেলানোর রীতি থেকে সরে আসে দলগুলো। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিবিও তাতে সায় দেয়। পরের আসরেও বহাল ছিল একই নিয়ম। তবে আগামী আসরে আবারও বিদেশি ক্রিকেটার ফেরানোর সিদ্ধান্ত নিতে বিসিবি।
ডিপিএল শেষে মুখ খুললেন হৃদয়
২৯ এপ্রিল ২৫
সব ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলে ক্লাবরা বিদেশি ক্রিকেটার খেলাতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও ক’জন বিদেশি খেলানোর সিদ্ধান্ত নেয়া হবে তা এখনো নিশ্চিত নয়। এদিকে বেশ কয়েকটি ক্লাবের পক্ষ থেকে দু’জন বিদেশি খেলানোর অনুরোধ করা হয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। দ্রুতই এ ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারে বিসিবি।

ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারো দশ নম্বরে নেমে গেল বাংলাদেশ
৩ ঘন্টা আগে
বিদেশি ক্রিকেটার খেলানোর সিদ্ধান্তের পাশাপাশি ডিপিএল নিয়ে আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত আসতে পারে। ঢাকার ক্লাবদের টুর্নামেন্টের আগের চ্যাম্পিয়ন প্রাইজমানি ছিল ১২ লাখ টাকা। সেখানে ৩ লাখ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হচ্ছে। আগামীতে যারা চ্যাম্পিয়ন হতে পারবে তারা প্রাইজমানি হিসেবে ১৫ লাখ টাকা পাবেন। রানার্স আপ প্রাইজমানি ১০ লাখ ৮০ হাজার টাকাকে বাড়িয়ে ১২ লাখ করার প্রস্তাব দেয়া হয়েছে বিসিবির সভাতে।
ডিপিএলের দল সাজাতে ক্লাব থেকে ১৫ লাখ টাকা দেয়া হতো। আগামী মৌসুমে সেটা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এমনটা হলে ৩০ লাখ টাকা পাবেন দল সাজাতে। এ ছাড়া জার্সির জন্য বরাদ্দের টাকাও বাড়ানো হচ্ছে। জার্সি বানাতে আগে ২ লাখ টাকা দেয়া হলেও সেটা আগামী ৩ লাখ টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে।